Telegram Group Join Now
WhatsApp Group Join Now


Big Breaking- আগামী ৩ মাস একদম ফ্রিতে রান্নার গ্যাস দেবে মোদী সরকার! সঙ্গে থাকছে এইসব সুবিধা


Big Breaking- আগামী ৩ মাস একদম ফ্রিতে রান্নার গ্যাস দেবে মোদী সরকার! সঙ্গে থাকছে এইসব সুবিধা




করোনা ভাইরাস কে রুখতে 14 ই এপ্রিল পর্যন্ত লকডাউন গোটা দেশ ‌।কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন এসেছে যারা দিন আনে দিন খাই, বা ছোট ব্যাবসা করেন তাদের পেট চলবে কি করে।কাজ করতে না পারলে অভুক্ত থেকেই অবনতি ঘটবে শরীরের যেখানে ভালো থাকার জন্য লক ডাউন তাতে ক্ষতি হবে না তো?




আর এই সব উত্তরে দেশের সাধারণ মানুষের স্বার্থে বড় ঘোষণা করলেন মোদি সরকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এই দিন ঘোষণা করেন আগামী তিন মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত 8 কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে রান্নার গ্যাস এই ঘোষণার ফলে উপকৃত হবেন আট কোটি পরিবারের প্রায় 35 কোটি মানুষ।




সাংবাদিক বৈঠকে এইদিন নির্মলা সীতারমণ বলেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাসী খাবারের বদলে সব সময় টাটকা রান্না করা খাবার খান ।বাসী খাবারে জীবাণু থাকতে পারে। দেশের এমন পরিস্থিতির মধ্যেই রান্নাঘরে জ্বালানির যাতে অভাব না হয় সেই জন্য 8 কোটি পরিবার যাদের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত তাদের বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে।




এই দিনের বৈঠকে করোনার কারণে দেশে যে বিপর্যয় নেমে এসেছে তার জন্য মোট 1 লক্ষ 70 হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র তাকে বৃদ্ধ বিধবা অসংগঠিত ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণার সঙ্গে সঙ্গে প্রত্যেক পরিবারের জন্য অতিরিক্ত চাল গম দেওয়ার কথা ঘোষণা করা হয়।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়





নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now