Telegram Group Join Now
WhatsApp Group Join Now


মোদীর মোমবাতি জ্বালানোর নিদানে অন্যরকম মন্তব্য মমতার



মোদীর মোমবাতি জ্বালানোর নিদানে অন্যরকম মন্তব্য মমতার | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : শুক্রবার সকাল নটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার বিরুদ্ধে দেশের মানুষের শক্তি প্রদর্শনের জন্য আগামী রবিবার রাত নটায় সকলকে নয় মিনিটের জন্য মোমবাতি জ্বালানোর বার্তা দিয়েছেন। এই নিয়ে বিরোধীরা নানা সমালোচনা করলেও মোদীর প্রধান বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অন্যরকম বক্তব্য রাখলেন, যা একেবারেই মমতাসুলভ নয়।




শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে বসে রাজ্যের পরিস্থিতি ব্যক্ত করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যখন মোদীর এমন নিদানের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন অত্যন্ত মিশ্র উত্তর দেন তৃণমূল সুপ্রিমো। কার্যত কিছুটা রেগে গিয়েই তিনি বলেন, “আমি আমার কথা বলব, প্রধানমন্ত্রী তাঁর কথা বলবেন। আমি প্রধানমন্ত্রীর কথায় কীভাবে নাক গলাব?”




এর পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে কড়া বার্তা ছোড়েন মমতা। তিনি বলেন, “রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না। আপনার যদি ভাল মনে হয় আপনি করুন না। আমার যদি মনে হয় আমি তখন ঘুমোব, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।” যদিও এখানে তার এবং তার দলের কি অবস্থান সেই বিষয়ে স্পষ্ট করেননি মমতা।




এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now