Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনা আতঙ্কের মাঝেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ



করোনা আতঙ্কের মাঝেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ




কৌশিক সালুই, বীরভূম: ত্রাণ বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হল এলাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার ছোটসাংড়া গ্রামে। উভয়পক্ষের সংঘর্ষের জেরে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। দু-পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলেছে। এলাকায় উত্তেজনা ছড়ানোয় চলে পুলিশি টহল। দুপক্ষই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।




স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাংড়া গ্রাম পঞ্চায়েতের ছোটসাংড়া গ্রামের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু মাল এবং বিজেপি কর্মী সুশীল দাস সহ বেশ কয়েকজন দুই দলের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার করে। তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি বিজেপির কর্মী-সমর্থকেরা বাবলু মালের বাড়িতে ঢুকে টিভি আসবাব পত্র ভাঙচুর করে। বাড়িতে মজুদ খাদ্য সামগ্রী ফেলে দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী বাবলু দাস সহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।




ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ গ্রামে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোনো পক্ষই কোন অভিযোগ দায়ের করেনি। বিজেপি কর্মীর স্ত্রী মঞ্জু দাস বলেন, “কৃষ্ণেন্দু মাল, বিল্টু দাস এবং প্রশান্ত অঙ্কুর এই তিনজন বিজেপি কর্মী নিজেদের উদ্যোগে কিছু খাদ্যদ্রব্য গ্রামের মানুষদের বিলি করছিলেন রবিবার রাত্রে। সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেয়। পাল্টা প্রতিরোধ করলে আমাদের বাড়ি ভাঙচুর করে ওই তৃণমূল কর্মী-সমর্থকরা।”




তৃণমূলের বুথ সভাপতির স্ত্রী ঝুনু মাল বলেন, “বিজেপি কর্মীরা জোর করে আমার বাড়িতে চাল-ডাল দিতে এসেছিল। সেই সময় বাড়িতে আমার স্বামী ছিল না। আমি তাদের দেওয়া খাদ্যদ্রব্য নিতে অস্বীকার করায় আমার বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করেছে বিজেপি কর্মীরা।”





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now