Telegram Group Join Now
WhatsApp Group Join Now


মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল মহাশয়ের বিশেষ উদ্যোগে সমস্ত এলাকায় স্যানিটাইজ করা হলো



মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল মহাশয়ের বিশেষ উদ্যোগে সমস্ত এলাকায় স্যানিটাইজ করা হলো




মালদা : করোনা যুদ্ধে দিদির একনিষ্ঠ সৈনিক হিসেবে মালদা জেলাকে করোনা মুক্ত রাখতে  সর্বক্ষণ জনগণের সেবায় নিয়োজিত মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় গৌর চন্দ্র মণ্ডল মহাশয়।




মালদা জেলা পরিষদের মানবিক সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মণ্ডল মহাশয়ের উদ্যোগে ও ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় কল্যান মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে  নাঘরিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে, মিল্কি হাসপাতাল, মিল্কি পুলিশ ফাঁড়ি, মিল্কি হাই স্কুল, অমৃতি বাজার, অমৃতি এস বি আই ব্যাংক, অমৃতি সাতট্টারী মোড় এবং আরোও সমস্ত জনবহুল এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন রুখতে ফিনাইল দিয়ে স্যানিটাইজাইজেশন করা হলো। নিজ হস্তে স্যানিটাইজ করলেন ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী কল্যান মণ্ডল মহাশয়, মালদা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়, মালদা জেলা পরিষদের সদস্য অর্চনা মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন মিল্কি হসপিটালের BMOH শাহনাজ হোসেন মহাশয় প্রধান মিলকি পঞ্চায়েত শেখ নিজাম আলী (বাচ্চু)ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও অন্যান্য তৃণমূল কংগ্রেসর কর্মীবৃন্দ।




 এই মহৎ কর্মপ্রয়াসের প্রতি তথা মাননীয় গৌর সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মহাশয় , করোনা ভাইরাস মোকাবিলায় গৌরবাবুর এহেন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল সুধী নাগরিকবৃন্দ।




ভিডিওটি দেখতে প্লে বটনে ক্লিক করুন











এখন বাংলা - খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now