Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ভারত জাকাত মাঝি পারগানা সংগঠন



করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ভারত জাকাত মাঝি পারগানা সংগঠন




কল্যাণ দত্ত, বর্ধমান : করোনা ভাইরাস এর বিরুদ্ধে মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মানব সভ্যতার সবাই সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্যে দিয়ে চলছে। দেশজুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। ক্রমশ কঠিন হচ্ছে চ্যালেঞ্জ। করোনা ভাইরাস এর সাথে লড়তে যেমন বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে সরকার, তেমনি সরকারের তরফে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে, সরকার সেগুলো যথাযত ভাবে করে চলেছে। ফলে বেড়েছে সরকারের ব্যায়ভার। কোরোনার সাথে লড়তে যে বিপুল অর্থের প্রয়োজন,  সেটা জোগাড় করতে রাজ্যসরকার , রাজ্য বাসীকে আহ্বান জানিয়ে একটি ফান্ড তৈরি করা হয়। এই ফান্ডে অর্থ প্রদানের জন্যে এগিয়ে আসে বহু সাধারণ মানুষ, একইভাবে এগিয়ে এলো ভারত জাকাত মাঝি পরগানা মহল।      




 তারা 20, 000 টাকার একটি চেক বর্ধমান D.M  এর হাতে। উপস্থিত ছিলেন মঙ্গল সোরেন, রাজ্য কমিটির প্রধান সহ সভাপতি রাজেন্দ্রনাথ মুর্মু, বর্ধমান সদর মহকুমার ভারত জাকাত মাঝি পরগানার সক্রিয় কর্মী সংঘমিতা হাঁসদা, কালনা কাটোয়া তল্লাট পারগানা বিজয় সোরেন, স্বপন কুমার মুর্মু  ছাড়াও অন্যান্য রা।             






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now