করোনা থেকে বাঁচতে সঙ্গী হিসেবে বেছে নিন নিজের হাতকে – হস্তমৈ’থুনের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা
না আপনাদের সাথে কোনোরকম মজা করা হচ্ছে না। স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রচার। তবে সেটা এখানে নয়, ট্রাম্পের দেশ আমেরিকাতে। যে হারে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষত, নিউ ইয়র্কে করো’না ভাই’রাসের সং’ক্রমণ ছাড়াচ্ছে, তা যথেষ্ট উদ্বেগের। সেখানে নিউ ইয়র্ক আক্ষরিক অর্থেই করো’নার এপিসেন্টার। হটস্পটও বলা যায়। আমেরিকায় মোট করো’না-মৃ’ত্যুর একটা বড় অংশই কিন্তু নিউ ইয়র্কে। এহেন পরিস্থিতিতে প্রাণ’ঘা’তী এই ভাই’রাসের সং’ক্রমণ এড়াতে যৌ’ন সম্প’র্ক থেকে দূরে থাকতে বলছে ‘দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মে’ন্টাল হাইজিন’। তেমন অবস্থা হলে, পরিবর্তে হস্ত’মৈ’থুন করারও পরামর্শ দেওয়া হয়েছে। এতে শরীরের তৃপ্তি মিটবে, সং’ক্রমণের ঝুঁ’কিও থাকবে না। ট্যুইটে লেখা হয়েছে, ‘আপনার সুরক্ষিত যৌ’নস’ঙ্গী হল আপনার হাত… হস্ত’মৈ’থুনে ছড়াবে না CO’VI’D- 19।’ শুধু যৌ’ন সম্প’র্ক নয়, একই কারণে অপরিচত মানুষজনের সঙ্গে আলিঙ্গন করতেও নিষেধ করা হয়েছে।
আমেরিকায় এই মুহূর্তে করো’না ভা’ইরাস আ’ক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ট্রাম্পের দেশে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৬১ হাজার ৮৮। ২৪ ঘণ্টায় মৃ’ত্যু হয়েছে ৩৮৫ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত মারা গিয়েছেন ২ হাজার ৯৬৮ জন। তার মধ্যে নিউ ইয়র্কের অবস্থা আরও ভয়া’নক। যে কারণে যৌ’নবা’হিত হয়ে করো’নার সং’ক্রমণ প্রভূত পরিমাণে ছড়িয়ে পড়ার আশ’ঙ্কা করা হচ্ছে।
Here are some tips for how to avoid spreading #COVID19 during sex: https://t.co/ABADzBSc49
🔹You are your safest sex partner 👋✔️ Masturbation will not spread COVID-19
🔹The next safest partner is someone you live with
🔹Avoid close contact with anyone outside your household pic.twitter.com/sI0gIJ7oDz
— nychealthy (@nycHealthy) March 27, 2020
নিউ ইয়র্কের গভর্নর অ্যাড্রু কোমো রবিবারই জানিয়েছিলে্ন, নিউ ইয়র্কে প্রায় ৬০ হাজার মানুষ করো’না ভাই’রাসে আক্রা’ন্ত। এ পর্যন্ত ৯৬৫ জন করো’নায় মা’রা গিয়েছেন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়