Telegram Group Join Now
WhatsApp Group Join Now

পোকামাকড় মুক্ত ঘরের টিপস

পোকামাকড় মুক্ত ঘরের টিপস

সংসার করা মানে রান্না-খাওয়া-ঘুম নয়। তা আপনি গৃহবধূই হোন কিংবা বড় অফিসের চাকুরে, সুস্থভাবে বাঁচতে গেলে ঘর সংসারের কাজ তো করতেই হবে। কারণ ঘরে সব ঠিক না থাকলে বাইরে কীভাবে ঠিক থাকবে। আমাদের বাসার আনাচে কানাচে প্রায়সময়ই নানা ধরনের পোকামাকড়ের আক্রমন দেখা দেয়। আর এইসব পোকামাকড়ের আক্রমন থেকে রক্ষা পেতে কী করবেন জেনে নিন।

পোকামাকড় মুক্ত ঘরের টিপস :

১। কোন পোকা কামড় দিয়েছে? জ্বালা কমাতে পেঁয়াজের রস লাগিয়ে দিন। জ্বালা কমে গেলে পরিষ্কার করে মুছে ক্যালামাইন লোশন লাগিয়ে নিন।

২। ঘর বা ফ্ল্যাটে কোন কারণে বেশি মাছি বা মশা হলে ভ্যাকিউম ক্লিনার দিয়ে টেনে নিতে পারেন।

৩। চাল, আটা , ডাল অনেকদিন বক্স বন্ধ হয়ে থাকলে পোকা হয়ে থাকে। তাই পকার উপদ্রব থেকে বাঁচতে হলে নিমপাতা বা লবন ছড়িয়ে রাখুন।

৪। শীতের শেষে শীতের জামা বিশেষ করে পশম আর রেশম তুলে রাখার সময় নিমপাতা কোন রুমালে পেঁচিয়ে কাপড়ের ভাজে ভাজে রাখুন। শুকনো মরিচ ঠিক একই ভাবে রাখলে পোকামাকড় শতহাত দূরে থাকবে।

৫। চিনির কৌটায় পিঁপড়া হামলা দিয়েছে? কয়েকটি লবঙ্গ ফেলে দিন। নিমিষেই তারা হাওয়া হয়ে যাবে।

৬। শুধু জামাকাপড়েই কি পোকা ধরে? বইপত্রেও পোকা ধরে। এখানেও শুকনো মরিচ এক কোনায় ফেলে রাখুন বইয়ে পোকা ধরবেনা।

৭। যেখানে মাছি বেশি হয় সেখানে কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দিন। মাছিদের কাছে এই গন্ধ অসহ্য।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now