Telegram Group Join Now
WhatsApp Group Join Now


ই-টিকিট বুকিং শুরু হতেই অত্যধিক চাপে ভেঙে পড়ল ওয়েবসাইট, ক্ষমা চাইল রেল



ই-টিকিট বুকিং শুরু হতেই অত্যধিক চাপে ভেঙে পড়ল ওয়েবসাইট, ক্ষমা চাইল রেল




 দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। লকডাউনের মধ্যেই ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। মঙ্গলবার, ১২ মে থেকে শুরু হতে চলেছে যাত্রিবাহী ট্রেন পরিষেবা। প্রাথমিকভাবে ১৫ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার এ কথা ঘোষণা করার পর জানানো হয়েছিল, সোমবার থেকে শুরু হবে টিকিট বুকিং। এতদিন পর ট্রেন পরিষেবা চালু হওয়ার ফলে বুকিং শুরু হওয়ার পর যা হওয়ার তাই হল। অত্যধিক চাহিদা ও চাপ নিতে না-পেরে ভেঙে পড়ল রেলের টিকিট ওয়েবসাইট IRCTC পরিষেবা।




রেলের তরফে জানানো হয়েছিল, প্রথম দিন নিউদিল্লি স্টেশন থেকে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ শহরের সংযোগকারী স্টেশনের উদ্দেশে বিশেষ ট্রেনগুলি ছেড়ে যাবে। এর মধ্যে আছে হাওড়া। বাকি স্টেশনগুলি হল ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভূবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মাডগাঁও (গোয়া), মুম্বই সেন্ট্রাল, আহমদাবাদ এবং জম্মু তাওয়াই। সোমবার বিকেল ৪টে থেকে এই বিশেষ ট্রেনের টিকিট বুকিং শুরু হতে চলেছে। এক্ষেত্রে শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইট www.irctc.co.in থেকে টিকিট কাটা যাবে। আগাম ৭ দিনের টিকিট কাটা গেলেও কোনও RAC বা ওয়েটিং লিস্ট এখন রাখা হচ্ছে না বলে জানায় রেল।




ঘোষণা মতোই সোমবার বিকেলে ই-টিকিট বুকিং শুরু হয়। সঙ্গে সঙ্গেই বহু মানুষ টিকিটের জন্য সেই সাইটে ঝাঁপিয়ে পড়ায় মুহূর্তে ভেঙে পড়ে সাইট। অনুশোচনা প্রকাশ করে রেলের তরফে জানানো হয়, 'খুব শিগগিরই বুকিং শুরু হবে।'




এই ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইটে রেল জানায়, 'IRCTC-র ওয়েবসাইটে বিশেষ ট্রেনগুলির তথ্য রয়েছে। খুব শিগগিরই আবার ট্রেনের বুকিং শুরু হবে। দয়া করে অপেক্ষা করুন। অসুবিধে হওয়ার জন্য দুঃখিত।'





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now