অনুমতি ছাড়া ভিনরাজ্যে কাজ করতে পারবেন না উত্তরপ্রদেশের শ্রমিকরা, নয়া নির্দেশ যোগীর
উত্তরপ্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজ করতে নিয়ে গেল সংশ্লিষ্ট সরকারকে অনুমতি নিতে হবে। এই নির্দেশই দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি একটি কমিশন তৈরি করারও নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনকে। ওই কমিশন পরিযায়ী শ্রমিকদের সবরকম সাহায্য করবে বলেও উল্লেখ করেছেন তিনি।
এপ্রসঙ্গে তিনি বলেন, ‘পরিযায়ী শ্রমিকরা যেখানেই যান না কেন আমরা তাঁদের সঙ্গেই রয়েছি। তাঁদের সুবিধার জন্য আমি রাজ্য প্রশাসনের আধিকারিকদের একটি কমিশন তৈরির নির্দেশ দিয়েছি। তারা উত্তরপ্রদেশের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের কর্ম সংস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে। যদি অন্য কোনও রাজ্য আমাদের মানবসম্পদকে ব্যবহার করতে চায় তাহলে তাঁদের বিমা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করব আমরা। কিন্তু, কোনও রাজ্যই আমাদের অনুমতি না নিয়ে তাঁদের ব্যবহার করতে পারবে না। অন্য রাজ্যগুলিতে আমাদের নাগরিকদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে। তা দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন (Lockdown) জারি করা হয়েছে। এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়তে দেখা গিয়েছে পরিযায়ী শ্রমিকদের। কর্মস্থল থেকে অনেকেই পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। অনেকে আবার হাঁটতে হাঁটতে রাস্তাতেই ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। কিছুদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনের উপর শুয়ে ঘুমোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ১৬ পরিযায়ী শ্রমিকের। এছাড়া গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় হওয়া পথ দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছেন কয়েকশো শ্রমিক। এর মধ্যে উত্তরপ্রদেশেরও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এমনকী ভিনরাজ্যে কাজ করতে যাওয়া উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দায়ী করেছে। এমনকী শিব সেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে যোগী আদিত্যনাথকে জার্মানির কুখ্যাত স্বেরাচারী শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।