Telegram Group Join Now
WhatsApp Group Join Now


ঈদের উৎসবের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ





ঈদের উৎসবের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ
ঈদের উৎসবের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ




নিউজ ডেস্ক, মোগাদিসু: বিশ্ব জুড়ে চলছে মহামারী। অথচ থামছে না হিংসা। ঈদের উৎসবের মাঝেই মৃত্যু হল পাঁচজনের। রবিবার সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। আহত হয়েছে ২০ জন।




মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। পুলিশ অফিসার মহম্মদ মোক্তার বলেন, পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।


[ আরোও পড়ুন





তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরনের ঘটনা ঘটে।




তিনি বলেন, ‘আমার অনুমান, রাস্তার ধারে ছিল ওই বোমা। গ্রেনেডের থেকে বড়সড় বিস্ফোরণ হয়েছে এদিন।




আবদি হাসান নামে আর এক প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার ও রবিবার ওই এলাকায় মানুষ এক জায়গায় এসে উৎসব পালন করছিল। তিনি বলেন, ‘কীভাবে কিচু নিষ্পাপ মানুষের এভাবে রক্ত ঝরাতে পারে কেউ? যখন তাতা ঈদের আনন্দে মেতে উঠেছে?’




রমজানের শেষে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ঈদ। কোথাও রবিবার পালিত হয়েছে, আবার কোথাও সোমবার পালিত হচ্ছে।




এর আগেও মোগাদিসুতে এমন হামলার ঘটনা ঘটেছে। সাধারণ আল কাবেদার শাখা সংগঠন আল-শাবাব এই ধরনের হামলা চালায় ওই অঞ্চলে। ২০১১-তেই এই অঞ্চল থেকে বিদায় হয়েছে এই সংগঠন। ২০১৩ ও ২০১৬-তেও সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ হামলা চালিয়েছিল এই জঙ্গিগোষ্ঠী। এরপরও এখানকার সরকারকে লক্ষ্য করে একাধিক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।




আরোও পড়ুন






এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now