প্রত্যেক রাশির জাতকের জন্য কপালের তিলকের আকার আলাদা হওয়া উচিত, জানুন আপনার জন্য কোনটা সঠিক
প্রত্যেক রাশির জাতকের জন্য কপালের তিলকের আকার আলাদা হওয়া উচিত, জানুন আপনার জন্য কোনটা সঠিক |
নিউজ ডেস্ক: জ্যোতিষশাস্ত্র এমন এক শাস্ত্র, যেখানে সব রকম বিপত্তিরই কোনও না কোনও সমাধান রয়েছে। এই শাস্ত্রের প্রাচীন নথি অনুসারে, কারোর জন্মকুণ্ডলীর পঞ্চম স্থান প্রেমকে চিহ্নিত করে, আর সপ্তম স্থানের উপর নির্ভর করে বিপরীত লিঙ্গের প্রতি ব্যক্তির আকর্ষণ। তেমনই কুণ্ডলীর দ্বিতীয় স্থানটি কোনও জাতকের নিজের আকর্ষণীয়তাকে নির্দেশ করে। এই তিনটি স্থানের একটিতেও যদি কোনও কুগ্রহের ছায়াপাত ঘটে, তা হলে যে কোনও ব্যক্তির জীবনে অশুভ শক্তির প্রভাব বিস্তার হতে পারে বলে মনে করা হয়। সে ক্ষেত্রে যেমন তার প্রেমজীবনে দুঃসময় আসতে পারে, তেমনই পেশাগত জীবনেও উঠতে পারে ঝড়। এই ধরনের সমস্যা থেকে মুক্তির পথও বাতলাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বলা হচ্ছে, যে ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে সমস্যা, তার রাশি অনুসারে যদি বিশেষ ধরনের তিলক লাগিয়ে দেওয়া যায় তার কপালে, তা হলেই আপনার বশে চলে আসবে সে। সমস্যা সৃষ্টিকারী ব্যক্তি যে-ই হোক— নারী অথবা পুরুষ— এই বিশেষ তিলকের প্রভাবে সে আপনার কথামতো চলবে। কোন রাশির জাতকের কপালে কোন ধরনের তিলক লাগানোর কথা বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেওয়া যাক—
[ আরোও পড়ুন
১. মেষ: মেষ রাশির জাতককে বশে আনতে হলে তার কপালে লাগাতে হবে লাল চন্দনের তিলক।
২. বৃষ: বৃষ রাশির ব্যক্তির কপালে লাগাতে হবে গোরচনের তিলক।
৩. মিথুন: মিথুন রাশির জাতক বশ হবে তার কপালে ইতরের তিলক লাগালে।
৪. কর্কট: কর্কট রাশির জাতককে বশে আনার ক্ষেত্রে কার্যকর হবে সাদা চন্দনের তিলক।
[ আরোও পড়ুন
৫. সিংহ: সিংহ রাশির ব্যক্তিকে প্রভাবিত করতে পারে কেশরের তিলক।
৬. কন্যা: কন্যা রাশির জাতককে বশে আনতে তার কপালে কস্তুরির তিলক লাগানো প্রয়োজন।
৭. তুলা: তুলা রাশির কপালে চামেলির তিলক অত্যন্ত কার্যকর প্রতিপন্ন হবে।
৮. বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতককে বশে রাখার জন্য সিঁদুরের তিলকই যথেষ্ট।
৯. ধনু: ধনু রাশির জাতককে বশে রাখতে তার কপালে লাগান হলুদ চন্দনের তিলক।
১০. মকর: রজনীগন্ধা ফুলের তিলক মকর রাশির জাতককে বশে রাখতে সাহায্য করবে।
১১. কুম্ভ: কুম্ভ রাশির জাতককে নিজের বশীভূত করতে ইতর (সুগন্ধী)-এর তিলক তার কপালে লাগান।
১২. মীন: মীন রাশির জাতক বশ হবে তার কপালে হলুদ-এর তিলক লাগালে।
আরোও পড়ুন
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)