মে মাসের পর আরও একমাস বন্ধ! ট্রেন চলাচলে নয়া নির্দেশিকা ভারতীয় রেলের
স্পেশাল কিছু ট্রেন ছাড়া বাকি সব ট্রেনের বুকিং আগামী ৩০ জুন পর্যন্ত বাতিল করল ভারতীয় রেল সংস্থান। স্পেশাল ট্রেনের মধ্যে থাকবে শ্রমিক স্পেশাল ট্রেন ও স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে রেল মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে। যে সমস্ত ট্রেন গুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে প্যাসেঞ্জার ট্রেন, মেইল/এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেন।
যে সমস্ত যাত্রীরা অনলাইনে ট্রেনের টিকিট কেটে ছিল তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রক। স্পেশাল ট্রেন অর্থাৎ শ্রমিক স্পেশাল ট্রেন এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন যথাক্রমে আগের নির্ধারিত সূচি মেনেই চলবে। দিল্লিসহ দেশের ১৫ টি বড় স্টেশনের মধ্যে দিয়ে চলাচল করবে এই ট্রেন গুলি।
রেল দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, গত মাসে রেল দফতর লকডাউনে আগে কাটা ৯৪ লক্ষ টিকিটের মূল্য হিসেবে মোট ১৪৯০ কোটি টাকা ফেরত দিয়েছে। এর পর গত ২২ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বুক করা টিকিটের মূল্য হিসেবে ৮৩০ কোটি আরো ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ। সেদিন থেকে অতি প্রয়োজনীয় পরিষেবা ছাড়া বাতিল করে দেওয়া হয়েছিল সমস্ত ট্রেন চলাচল। এরপর গত রবিবার রেল কর্তৃপক্ষ দফায়-দফায় স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)