সমস্ত কেনাকাটায় ৫০% পর্যন্ত ছাড়, জেনে নিন কীভাবে JioMart থেকে অনায়াসে অর্ডার দেবেন
প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের পরিষেবা শুরু করে দিয়েছে জিওমার্ট। এখন মুকেশ আম্বানির কোম্পানির এই শপিং ওয়েবসাইট থেকেই বাড়ির যাবতীয় অত্যাবশ্যক জিনিসপত্র কেনা যাবে অনায়াসেই। মহারাষ্ট্রে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও বর্তমানে দেশের মোট ২০০টি শহরের বাসিন্দারা এই ই-কমার্স সাইট থেকে অতি অনায়াসে পণ্য সামগ্রী অর্ডার করতে পারবেন। যে তালিকায় রয়েছে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা-সহ আরও অনেক শহর।
লকডাউনের জেরে বাজারে গিয়ে কেনাকাটা করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। মাস্ক-গ্লাভস পরে বাইরে বেরনো, এসে আবার সমস্ত পোশাক-আশাক ধোয়া বড়ই ঝক্কির। তার চেয়ে অনেক সহজ অনলাইনে কেনাকাটা। সে জন্য করোনা মোকাবিলায় ঘরে থাকতে এখন শপিংয়ের জন্য ই-কমার্স সাইটের দিকেই বেশি ঝুঁকছেন শহরবাসীরা। এতদিন বিগবাস্কেট, গ্রোফার্স, আমাজন ইত্যাদি থেকেই খাদ্যসামগ্রী অর্ডার করছিলেন। এবার তালিকায় ঢুকে পড়েছে JioMart-ও। আর এসেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অন্যান্য ই-কর্মাস সাইটগুলিকে? কীভাবে? কারণ এই প্ল্যাটফর্মে সমস্ত কেনাকাটার উপর ক্রেতারা পেয়ে যাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সেই সঙ্গে বাছাই করা কিছু পণ্য পাওয়া যাবে এমআরপির থেকেও ৫ শতাংশ কম মূল্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে JioMart থেকে কেনাকাটা করবেন। কীভাবেই বা অর্ডার দেবেন।
১. আপনি জিও গ্রাহক হলে MyJio অ্যাপ থেকেই পৌঁছে যেতে পারবেন JioMart-এ। আর নাহলে গুগলে Jiomart.com টাইপ করুন।
২. এবার নিজের পিন কোডটি দিন। তাহলেই বুঝে যাবেন আপনার শহরে সংস্থাটি পণ্য ডেলিভারি দেবে কি না।
৩. সবুজ সংকেত পেলে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করে নিন।
৪. এবার নিজের প্রয়োজন মতো পণ্য বেছে নিয়ে কার্টে রাখুন।
৫. যে প্রোডাক্টগুলি এই প্ল্যাটফর্ম থেকে কম মূল্যে পেয়ে যাবেন, সেগুলি অবশ্যই কিনুন। টাকা বাঁচবে।
৬. এবার উপরে ডানদিকে কার্টে গিয়ে দেখে নিন কত টাকার জিনিস কিনলেন। ৭৫০ টাকার উপর কেনাকাটা করলে কিন্তু আলাদা করে ডেলিভারি চার্জ লাগবে না। তাই সেভাবেই অর্ডার দিন।
৭. যে ঠিকানায় ডেলিভারি চান, তা দিয়ে অনলাইন পেমেন্ট করুন।
৮. ব্যস, কবে কোন সময় ডেলিভারি হবে, সমস্ত তথ্য মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।