সুশান্তের জন্য ৪০ লক্ষ পিটিশন, স্লোগান উঠল-সলমন মূর্দাবাদ (ভিডিও)
নিউজ ডেস্কঃ স্যোশাল মি়ডিয়ায় সুশান্ত সিং রাজপুত শ্রোত যেন থামছে না। করণ জোহর, সলমন খান এবং যশরাজ ফিল্মসকে বয়কটের দাবিতে অনলাইন পিটিশন নেওয়াও শুরু হয়েছিল। আর তাতে নাকি ইতিমধ্যেই ৪০ লক্ষের বেশি মানুষ স্বাক্ষরও করে ফেলেছেন। বিভিন্ন এলাকায় সলমন মূর্দাবাদ বলে শুরু হয়েছে স্লোগান দেওয়া।ডাক উঠেছে এদের বয়কট করার। সুশান্ত অনুরাগীদের শ্রোত যেন থামছে না।
]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)