ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস



ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস




স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস৷ কারণ ইংল্যান্ড অধিনায়ক জো রুট তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের জন্য আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী টেস্ট খেলতে পারবেন না৷  অল-রাউন্ডার স্টোকস রুটের অনুপস্থিতিতে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন। তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি ৮ জুলাই থেকে সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে৷ এই সময় রুট তাঁর সন্তানসম্ভাব স্ত্রী-র পাশে থাকবেন৷




তবে দ্বিতীয় টেস্টেও রুটের খেলা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ অধিনায়ককে দলে যোগ দেওয়ার আগে ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে৷ গত সপ্তাহে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলস বলেন যে, বোর্ড রুট-সহ সিরিজ চলাকালীন খেলোয়াড়দের দল ছেড়ে আবার “দুরন্ত” প্রবেশের অনুমতি দেবে বলে আশাবাদী। 




‘বায়ো-সিকিউরিটি’ ভেন্যুতে খেলা সিরিজটি তিন মাস দীর্ঘ করোনভাইরাস বিরতির পর ক্রিকেটের পুনরায় সূচনা হতে চলেছে৷ এই টেস্টে মার্কিন মুলুকে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে। সেই আন্দোলনের সমর্থনে ইংলিশ প্রিমিয়র লিগে ফুটবলাররা জার্সিতে নামের পরিবর্তে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা পরেই মাঠে নামছেন। ইপিএলের ধাঁচে ক্রিকেটেও এবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লোগো লেখা জার্সিতে মাঠে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।











এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।



নবীনতর পূর্বতন