এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে বন বিভাগের অভিযান বনদপ্তরের
নিউজ ডেস্ক, জলপাইগুড়ি : এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে বন বিভাগের অভিযান বনদপ্তরের ।বাজেয়াপ্ত বেয়াইনি কাঠের লক ।আর তাকে কেন্দ্র করে রাজনীতির তুঙ্গে জলপাইগুড়িতে।বৃহস্পতিবার স্বপ্না বর্মনের জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢিন পাড়ার বাড়িতে যান বিজেপির জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় এবং দলের শীর্ষ নেতারা।দীর্ঘক্ষন স্বপ্নার সাথে কথা হয় সাংসদ এবং বিজেপি নেতাদের।বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির বাপি গোস্বামীর অভিযোগ,তৃনমূল নেতাদের একাংশের ইন্ধনেই সোনা জয়ীর বাড়িতে অভিযান চালিয়েছে বন দফতর। জল ঘোলা হওয়ায় বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছেন তৃনমূল নেতারা।এদিন বিজেপির সাংসদ এবং প্রতিনিধি দল কে স্বপ্নার বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় তৃনমুলের পক্ষথেকে বলেও অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।অন্যদিকে তৃনমুলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী অভিযোগ করে বলেন বনদপ্তরটা আমাদের কিন্তু সেখানে কাজ করা কিছু আধিকারিক বিজেপির কথায় কাজ করে। এক জন অর্জুন পুরুস্কার পাওয়া মোহিলা বাড়িতে বনদপ্তরের কোনো আধিকারিক অভিযান চালানোর আগে একটু ভাবা উচিত ছিল। নাম না করে উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তকে বিজেপির হয়ে কাজ করছে এমনটাই অভিযোগ করছেন তৃনমুলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)