অনুষ্কার বোল্ড লুকের উষ্ণতায় মুগ্ধ বিরাট
নিউজ ডেস্ক : বিরাট পত্নী অনুষ্কাকে দীর্ঘদিন পর কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটে পাওয়া গেল। কখনও সাদা-কালো বিকিনিতে ঝড় তুলেছেন। কখনও আবার হলুদ রঙের স্লিভলেস শ্রাগ ও তাঁর ফাঁকে খোলা ক্লিভেজে উষ্ণতা ছড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় অভিনেত্রী। স্ত্রীয়ের রূপ ও গুণ দুয়েই কদর করেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সফরে সমুদ্রসৈকতে অনুষ্কার ছবি পোস্টে চোখ সরাতে পারছি বলে মন্তব্য করেছিলেন কোহলি। করোনা লকডাউনেও স্ত্রীর হাসি ও সূর্যের আলোয় স্ত্রীয়ে রূপ আরো খুলে ওঠে বলে একাধিক পোস্টের মাধ্যমে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। ফলে এবার ভোগের কভার গার্লে অনুষ্কার বোল্ড ছবিগুলি দেখে বিরাট যে চোখ সরাতে পারছেন না, তা বলার অপেক্ষা রাখে না!
প্রসঙ্গত শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমা করার পর অনুষ্কাকে দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি। এখন অনুষ্কাকে অবশ্য নতুন অবতারে পাওয়া যাচ্ছে। তাঁর প্রযোজিত পাতাললোক ও বুলবুল দর্শকমহলে প্রশংসা পেয়েছে। এবার ভোগের ফটোশ্যুটে বলিউডের ভিভা দর্শক মনে জায়গা করে নিলেন।
[ আরোও পড়ুন, বুধবারই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)