DA West Bengal: “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে”-হুঁশিয়ারি


DA West Bengal: “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে”-হুঁশিয়ারি

এখন বাংলা নিউজ ডেস্ক : বিধানসভা অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন। “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে” মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা।


মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠন গুলি একদিকে যেমন ধর্ণা-আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এই সংক্রান্ত মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরে মামলাটি ঝুলে রয়েছে। এই কারণে অনেক সরকারি কর্মচারীদের অভিযোগ মহার্ঘ ভাতা কম পাওয়ার জন্য তাদের প্রতি মাসে কয়েক হাজার টাকা লোকসান হচ্ছে।


আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


এদিন বিধানসভা অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী ও পেনশনাররা বঞ্চিত হচ্ছেন। তাঁদের ডিএ ও ডিআর দেওয়া হচ্ছে না। তাঁদের সংসারে টানাপোড়েন চলছে। আর সরকার চুপ করে বসে আছে। এটা বরদাস্ত করা হবে না। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। কিন্তু রাজ্য সরকার সেই মামলা বারবার পিছিয়ে নিয়ে যাচ্ছে। এতে সরকারি কর্মীদের ক্ষতি হচ্ছে। তাঁরা দিনের পর দিন অপেক্ষা করে আছেন। আমরা বিচারাধীন বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু, এই সরকার বারবার বিচারাধীন বিষয়ে কথা বলে।’ 


শুভেন্দুর আরওবক্তব্য, ‘রাজ্যের সরকারি কর্মীরা সরকারের দ্বারা অবহেলা, বঞ্চনার শিকার। কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের DA দিতে হবে। আর্থিক নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে সরকারি কর্মীদের। আর তা যত দ্রুত সম্ভব।’ 


শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘বিধানসভায় সরকারি কর্মীদের হয়ে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। সেজন্য তাঁর কাছে বিশেষ ভাবে আমরা কৃতজ্ঞ। এটা আমাদের লড়াইয়ের স্বীকৃতি। আইনসভায় বিষয়টা উঠেছে, সেজন্য বিরোধী দলনেতাকে শুভেচ্ছা। আমরা চাইব সরকার তার নিজের কর্মীদের দিকে তাকাক। তাঁদের বকেয়া মিটিয়ে দিক।’


আরোও পড়ুন WB Govt Employees- সরকারি কর্মীদের জন্য জোড়ালো সুখবর ঘোষণা মমতার, আকাশে বাতাসে খুশির বার্তা

আরোও পড়ুন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ

DA West Bengal: “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে”-হুঁশিয়ারি | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " DA West Bengal: “বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে”-হুঁশিয়ারি " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের ফেসবুক পেজটি ( এখন বাংলা ) ফলো করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন