DA Hike News: নতুন বছরের শুরুতেই কি বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ? যা জানা যাচ্ছে
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন বছর শুরু হওয়ার আগেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বেশ কিছু সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই মহার্ঘ ভাতা (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে এবার যে হারে ডিএ বৃদ্ধি হতে পারে, তা নিয়ে কর্মীদের মধ্যে খানিকটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ, রিপোর্ট অনুযায়ী এই বৃদ্ধি মাত্র ২ শতাংশ হতে পারে।
কতটা বাড়তে পারে ডিএ?
যদি জল্পনা সত্যি হয়, তাহলে জানুয়ারি ২০২৬ থেকে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৬০ শতাংশে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার বছরে দু’বার— জানুয়ারি ও জুলাই মাসে— ডিএ সংশোধন করে থাকে। গত কয়েক বছরে যেখানে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হয়েছে, সেখানে এবার মাত্র ২ শতাংশ বৃদ্ধি হলে সেটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধির একটি হতে পারে।
সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ
এই ডিএ বৃদ্ধির সময়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটি বিশেষ কারণে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে জানুয়ারি ২০২৬-এ যদি ডিএ বাড়ে, সেটি হবে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ডিএ সংশোধন।
যদিও অষ্টম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর, তবুও এর বাস্তব সুফল পেতে কেন্দ্রীয় কর্মীদের সম্ভবত ২০২৭ সালের শেষ বা ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বেতনে কতটা প্রভাব পড়বে?
২ শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর হলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কর্মীর যদি মূল বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে ডিএ বাড়ার ফলে তাঁর মাসিক আয় প্রায় ৩৬০ টাকা বাড়বে।
অবশ্য অনেক কর্মীই আশা করেছিলেন, অষ্টম পে কমিশনের আগে আরও বড় কোনো আর্থিক স্বস্তির খবর আসবে। সেই তুলনায় ২ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা কিছুটা হতাশাজনক হলেও, বর্তমান মূল্যবৃদ্ধির সময়ে এটুকু স্বস্তিও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
কবে ঘোষণা হতে পারে?
সাধারণত সরকার হোলির আশেপাশের সময়ে আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির ঘোষণা করে। তবে কার্যকর ধরা হয় জানুয়ারি মাস থেকেই, এবং সেই অনুযায়ী বকেয়া অর্থও (arrears) একসঙ্গে মিটিয়ে দেওয়া হয়।
সব মিলিয়ে, জানুয়ারি ২০২৬-এ ডিএ বৃদ্ধি নিয়ে আশা যেমন রয়েছে, তেমনি বাড়ার হার কম হতে পারে— এই আশঙ্কাও থাকছে। এখন নজর থাকবে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
DA Hike News: নতুন বছরের শুরুতেই কি বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ? | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " DA Hike News: নতুন বছরের শুরুতেই কি বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ? "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)