Telegram Group Join Now
WhatsApp Group Join Now


সামাজিক দূরত্ব চুলোয়, চুম্বন প্রতিযোগিতায় নতুন শুরুর সেলিব্রেশন!



সামাজিক দূরত্ব চুলোয়, চুম্বন প্রতিযোগিতায় নতুন শুরুর সেলিব্রেশন!




হাইলাইটস




  • সেটির ভিডিয়ো সে দেশের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ১ কোটি বার দেখাও হয়ে গিয়েছে বলে দাবি এক চ্যানেলের।

  • বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ জানান, ওই শ্রমিকদের বেশিরভাগই বিবাহিত এবং তাঁরা নিজেদের সঙ্গীকেই চুম্বন করেছেন।

  • প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সুঝোউ শহরের ‘ইউএয়া’ কারখানায় ১০টি যুগলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।







   দীর্ঘ নিষেধাজ্ঞার পরে খুলেছে কারখানা। উদ্‌যাপন তাই প্রায় বাধ্যতামূলক। কিন্তু তা বলে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন? শুনতে অদ্ভুত লাগলেও চুম্বন প্রতিযোগিতার মাধ্যমেই উদ্‌যাপনের আয়োজন করেছিল চিনের একটি কারখানা। সেটির ভিডিয়ো সে দেশের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ১ কোটি বার দেখাও হয়ে গিয়েছে বলে দাবি এক চ্যানেলের।




তবে বেশিরভাগই এতে অসন্তুষ্ট। তাঁদের অভিযোগ, এতে সোশ্যাল ডিসট্যান্সিং লঙ্ঘিত হয়েছে যার ফল মারাত্মক হতে পারে।




প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সুঝোউ শহরের ‘ইউএয়া’ কারখানায় ১০টি যুগলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়া ও ছবিতে দেখা যায়, কারখানার কর্মচারীরা কিছুক্ষণের জন্য নিজেদের প্রোটেকটিভ মাস্ক নামিয়ে নিজেদের সঙ্গীদের চুম্বন করছেন। তাঁদের ঠোঁটের মধ্যে আড়াল বলতে ফিনফিনে একটি কাচের আস্তরণ।




বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ জানান, ওই শ্রমিকদের বেশিরভাগই বিবাহিত এবং তাঁরা নিজেদের সঙ্গীকেই চুম্বন করেছেন। দ্বিতীয়ত, সংক্রমণের আশঙ্কা কমাতে ওই কাচের আস্তরণ ব্যবহার করা হয়েছিল। তাঁদের ব্যাখ্যা, করোনার জেরে সকলেই বিধ্বস্ত। তাই কারখানার কাজ শুরু করার দিনে প্রত্যেককে একটু হালকা অনুভব করাতে চেয়েছিলেন তাঁরা।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now