Telegram Group Join Now
WhatsApp Group Join Now


সোনার দোকান থেকে খোয়া গেল শুধুমাত্র একটি টিভি! তদন্তে পুলিশ



সোনার দোকান থেকে খোয়া গেল শুধুমাত্র একটি টিভি! তদন্তে পুলিশ




 লকডাউনে প্রয়োজনীয় দ্রব্য হাতে পেতেই নাজেহাল মানুষ। তারমধ্যে আবার এক সোনার গয়নার দোকানে চুরি করতে এসে শুধুমাত্র একটি এলইডি টিভি নিয়ে চম্পট দিয়েছে কয়েকজন দুষ্কৃতী। কিন্ত দোকানভর্তি যে গয়না রয়েছে, তা ছুঁয়েও দেখেনি তারা।




ঘটনাটি ঘটেছে পাতিয়ানার ঘুমমান রোডের পুরী মার্কেটে। বুধবারের এই ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশকে ভাবিয়ে তুলছে একটি প্রশ্ন। দোকানে ঢুকেও গয়না নিল না কেন চোরের দল?যে টিভিটি নিয়ে গিয়েছে, সেটির দাম মাত্র সাত হাজার টাকা। তবে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত এখনও অধরা।




সদার পাতিয়ালা পুলিশ জানিয়েছে, যাঁরা যাঁরা আটক হয়েছে, তাঁরা অন্যান্য দোকান থেকে চিনি, সর্ষের তেল, ঘি এইসব চুরি করেছে। অভিযুক্তকে ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now