রাজ্যে শিক্ষক নিয়োগে আজ বড়সড় ঘোষণা! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া। ২০১৬ সালে আপার প্রাইমারি নিয়োগের পরীক্ষা হলেও এখনো পর্যন্ত তা নিয়োগের কোনো সুরাহা পাওয়া যায়নি। এর জন্য বিভিন্ন সময়ে আন্দোলন ও আইনি সহায়তা নিয়ে নিয়োগের আবেদন জানিয়েছে শিক্ষক পদপ্রার্থীরা। কিন্তু কোনো লাভ হয়নি তাতে। প্রতিবারই কোনো না কোনো কারণে আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। এবার লকডাউনের মধ্যেগ নিয়োগ সংক্রান্ত জানকারির জন্য শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন নতুন শিক্ষক পদপ্রার্থীরা।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে দ্রুত আপার প্রাইমারি পদে সুযোগ পাওয়া প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়ে একের পর এক পোস্টের মাধ্যমে আবেদন করে চলেছেন সেই নতুন শিক্ষক পদপ্রার্থীরা। শুধু তাই নয়, দেশের এই রকম পরিস্থিতিতে তাদের দুরবস্থার কথা জানিয়েও আবেদন জানায় তারা। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির অতিথি অধ্যাপকরা তাদের দুরবস্থার কথা উল্লেখ করে ভাতা চালু করার দাবিও জানিয়েছেন। নিজের ফেসবুক প্রোফাইলে এরকম একের পর এক আবেদন পেয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমকে তিনি এ বিষয়ে সরকারের মনোভাব পরিষ্কার করে দেন। আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান যে, ‘করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন আপার প্রাইমারি নিয়োগ সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সমস্যার সমাধান করা হবে’। এই খবর সমস্ত কর্মসংস্থানে বন্ধ রয়েছে এই মুহূর্তে। অতিথি অধ্যাপক তার দাবির পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’ অতিথি অধ্যাপকদের ভাতার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়