গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 5 Bengali Golpo Buro Question and Answer
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 5 Bengali Golpo Buro Question and Answer : WB Class 5 Bengali Golpo Buro Question and Answer | West Bengal Class 5th Bengali Golpo Buro Suggestion | পঞ্চম শ্রেণীর বাংলা গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু (West Bengal Class 5th Bengali Golpo Buro Question and Answer) নীচে দেওয়া হলো। এই পশ্চিমবঙ্গ পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশন এর গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ।
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 5th Bengali Golpo Buro Question and Answer
MCQ : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali Golpo Buro MCQ
১. গল্পবুড়ো কিসে চড়ে আসে?
(A) পালকিতে
(B) ঘোড়ায়
(C) গল্পের পাখায়
(D) পক্ষীরাজ ঘোড়ায়
উত্তর:- (D) পক্ষীরাজ ঘোড়ায়
২. গল্প শুনে শিশুরা কেমন হয়?
(A) ভয় পায়
(B) হাসে
(C) চুপচাপ শোনে
(D) দৌড়ায়
উত্তর:- (C) চুপচাপ শোনে
৩. গল্পবুড়োর গল্প কেমন?
(A) মজার
(B) ভয়ংকর
(C) বিরক্তিকর
(D) বাস্তব
উত্তর:- (A) মজার
৪. গল্পবুড়ো’ কবিতার রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সুকুমার রায়
(C) সুনির্মল বসু
(D) লীলা মজুমদার
উত্তর:- (C) সুনির্মল বসু
৫. গল্পবুড়োর মুখে কেমন হাসি থাকে?
(A) রাগী
(B) কুটিল
(C) মিষ্টি
(D) ভয়ংকর
উত্তর:- (C) মিষ্টি
৬. গল্প শোনার সময় শিশুরা কোথায় বসে?
(A) মাঠে
(B) বিছানায়
(C) গল্পবুড়োর চার পাশে
(D) গাছের নিচে
উত্তর:- (C) গল্পবুড়োর চার পাশে
৭. রূপকথার গল্পে কোন প্রাণীটি কথা বলে?
(A) বিড়াল
(B) ঘোড়া
(C) হাঁস
(D) সবাই
উত্তর:- (D) সবাই
৮. গল্প শোনার সময় বাচ্চারা কী অনুভব করে?
(A) বিরক্তি
(B) আনন্দ
(C) ক্লান্তি
(D) ভয়
উত্তর:- (B) আনন্দ
৯. গল্পবুড়ো আসলে কেমন চরিত্র?
(A) বাস্তব
(B) কাল্পনিক
(C) রাগী
(D) নায়ক
উত্তর:- (B) কাল্পনিক
১০. 'গল্পবুড়ো' কারা?
(A) রাজা
(B) বুড়ো মানুষ যিনি গল্প বলেন
(C) শিক্ষক
(D) জাদুকর
উত্তর:- (B) বুড়ো মানুষ যিনি গল্প বলেন
SAQ : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali Golpo Buro SAQ
১. গল্পবুড়োর কাঁধে কী রয়েছে?
উত্তর:- গল্পবুড়োর কাঁধে রয়েছে রূপকথার গল্পের ঝোলা।
২. এর রূপকথা শব্দটির অর্থ কী ?
উত্তর:- বিভিন্ন ধরনের আজগুবি গল্পকে রূপকথা বলা হয়।
৩. এ কড়ি বলতে কী বোঝো?
উত্তর:- আগেকার দিনে টাকাপয়সার মতো বিনিময়ের জন্য কড়ি ব্যবহৃত হত।
৪. ময়নামতীর জল কীরকম?
উত্তর:- ময়নামতী একটি নদীর নাম। তার জল টলমল করছে।
৫. নন্দিনী কোথায় রয়েছে?
উত্তর:- কেশবর্তী পরি নন্দিনী বন্দি হয়ে আছে গল্পবুড়োর ঝোলাতে।
৬. গল্পবুড়োর ডাক শুনে না এলে সে কী করে?
উত্তর:- গল্প শোনায় না।
৭. গল্পবুড়োর ঝোলায় কাদের গল্প আছে?
উত্তর:- দত্যি-দানব, রাজপুত্তুর, যক্ষিরাজ প্রভৃতি রূপকথার চরিত্রদের।
৮. গল্পবুড়ো কোথা দিয়ে হেঁটে চলে?
উত্তর:- রাস্তা দিয়ে।
৯. গল্পবুড়ো' কবিতাটি কার লেখা?
উত্তর:- 'গল্পবুড়ো' কবিতাটি কবি সুনির্মল বসুর লেখা।
১০. কাদের কী জন্য ডাকছে গল্পবুড়ো?
উত্তর:- শিশুদের ঘুম থেকে ওঠার জন্য ডাকছে গল্পবুড়ো।
সংক্ষিপ্ত : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali Golpo Buro QNA
১. রূপকথা কাকে বলে ?
উত্তর:- যে গল্পে রাজপুত্র, রাজকন্যা, পক্ষীরাজ ঘোড়া, সোনার কাঠি, রুপোর কাঠি, রাক্ষসী, রাক্ষস ইত্যাদি মজার ঘটনা লেখা থাকে তাকে বলে রূপকথা।
২. কার, কী কারণে চেঁচিয়ে মুখ ব্যথা করছে?
উত্তর:- শীতের ভোরে উত্তুরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ায় থুথুড়ে গল্পবুড়ো পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে আর ‘রূপকথা চাই, রূপকথা' বলে সে এমনই চ্যাচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা করছে।
৩. বলব নাকো রূপকথা'—গল্পবুড়ো কেন রূপকথা বলবে না ?
উত্তর:- শীতের সকালে কোনো শিশু যদি গল্পবুড়োর কাছে না আসে তাহলে সে তার শত্রু। তাই গল্পবুড়ো তাদের মূর্খামি ভেঙে দেবে আর সে কোনো রূপকথাই শোনাবে না।
৪. গল্পবুড়ো' নামকরণ সার্থক হয়েছে বলে মনে হয় কি এবং কেন ?
উত্তর:- ‘গল্পবুড়ো' কবিতাটি সুন্দর ছন্দ মিলিয়ে যেন গল্প বলার কৌশলে লেখা হয়েছে। ফলে কবিতাটির নাম সার্থক হয়েছে বলে আমি মনে করি।
৫. গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?
উত্তর:- যারা অলস, মূর্খ, যারা সকালবেলা ঘুম থেকে উঠবে না তাদের গল্প শোনাবে না এবং যারা শত্রুতা করবে তাদের গল্প শোনাবে না।
৬. ‘কাঁধের উপর এই ঝোলা’– ঝোলাতে কী কী আছে?
উত্তর:- কাঁধের ওপর ঝোলাতে আছে আজগুবি মন ভোলানো গল্প, দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ আর মনপবনের দাঁড়খানা।
৭. গল্পবুড়োর পিঠে বাঁধা তল্পিতে কী কী রয়েছে?
উত্তর:- গল্পবুড়োর পিঠে অনেক চোখ বাঁধানো মণিমাণিক্য, হিরে, কড়ি সব রয়েছে। সোনার কাঠির ছোঁয়ায় তারা ময়নামতী নদীতে যেতে পারে।
৮. তেপান্তর বলতে কী বোঝো?
উত্তর:- দূরের নদী পেরিয়ে সবুজ মাঠকে তেপান্তর বলে। সেখানে পরিদের, রাজপুত্রদের রূপকথার গল্প ভেসে আসে।
৯. গল্পবুড়োর ঝোলায় রূপকথার কোন্ কোন্ বিষয় ভরা আছে?
উত্তর:- 'গল্পবুড়ো' কবিতায় রূপকথার দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ যেমন আছে, তেমনি আছে ঝলমলে সোনার কাঠি, ময়নামতী নদী, তেপান্তরের মাঠ, বন্দিনী কেশবতী নন্দিনী আছে।
১০. কয়েকটা চোখ ধাঁধানো জিনিসের নাম লেখো।
উত্তর:- কড়ির পাহাড়ে সব চোখ ধাঁধানো জিনিস যেমন, মানিক – হিরা পাওয়া যায়। ঝলমলে সোনার কাঠি পাওয়া যায়।
রচনাধর্মী : গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা | WB Class 5 Bengali Golpo Buro
১. ‘গল্পবুড়ো’ কবিতায় ‘ঝোলা’ বস্তুটির প্রতীকী তাৎপর্য কী?
উত্তর:- ‘গল্পবুড়ো’-র ঝোলা শুধু একটি ব্যাগ নয়, এটি রূপকথার এক ভাণ্ডার। এই ঝোলার মধ্যে রয়েছে কেশবতী নন্দিনী, সোনার কাঠি, পক্ষীরাজ ঘোড়া, দত্যি-দানবসহ নানা রূপকথার উপাদান। বাস্তবে এটি শিশুদের কল্পনার দরজা খুলে দেয়। কবি এই ঝোলার মাধ্যমে দেখিয়েছেন যে, গল্পবুড়ো শিশুদের কাছে জ্ঞানের বাহক এবং কল্পনার পৃথিবীতে প্রবেশের চাবিকাঠি।
২. তুমি যদি গল্পবুড়োর সঙ্গে একদিন কাটাতে পারতে, তাহলে তোমার সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
উত্তর:- সেই দিনটা ছিল খুব ঠান্ডা। হঠাৎ শুনলাম কারো চেঁচানোর শব্দ — “রূপকথা চাই! রূপকথা!” আমি দৌড়ে বাইরে এলাম। দেখি একজন বৃদ্ধ, মুখে হাসি, হাতে ঝোলা। উনি আমায় পাশে বসিয়ে গল্প বলতে লাগলেন — সোনার কাঠির ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠল পাথরের মূর্তি, পক্ষীরাজে চড়ে উড়ে গেল এক রাজপুত্তুর, আর এক ভয়ঙ্কর দানবকে হারিয়ে এল এক সাহসী কিশোর। আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম। মনে হলো, এ শুধু গল্প নয়, আমার চোখের সামনে সবকিছু ঘটছে! সেই দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে থাকবে।
৩. 'কী আছে মোর তল্পিটায়'—এই কথাটি কে, কখন কাদেরকে বলেছে?
উত্তর:- এই কথাটি গল্পবুড়ো বলেছে।
শীতকালের ভোর। উত্তুরে হাওয়া বইছে। সেই শীতে থুথুড়ে গল্পবুড়ো তাড়াতাড়ি পথ ধরে হেঁটে চলেছে।
'রূপকথা চাই, রূপকথা' বলে সে এমন চ্যাচাচ্ছে যে তার মুখ ব্যথা হয়ে গেছে। হাঁক ছেড়ে সে ছোটোদের ডেকে।তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলছে। ছোটোরা ছুটে এলে তাড়াতাড়ি সে তার তন্নি অর্থাৎ কাঁধের ঝোলায় কী আছে তা সে তাদেরকে দেখাবে।
পঞ্চম শ্রেণীর সাজেশন | WBBSE Class 5 Suggestion
Class 5 Bengali Suggestion Click Here
Class 5 English Suggestion Click Here
Class 5 Geography Suggestion Click Here
Class 5 History Suggestion Click Here
Class 5 Science Suggestion Click Here
Class 5 Mathematics Suggestion Click Here
গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 5 Bengali Golpo Buro Question and Answer | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " গল্পবুড়ো (কবিতা) সুনির্মল বসু - পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 5 Bengali Golpo Buro Question and Answer " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।