জেলা যুবনেতা সুমন দাসের অভিনব উদ্যোগে খাদ্যসামগ্রী বিলি দাঁইহাটে



জেলা যুবনেতা সুমন দাসের অভিনব উদ্যোগে খাদ্যসামগ্রী বিলি দাঁইহাটে




গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা যুব নেতা ও তৃণমূল ছাত্রপরিষদের জেলা উপদেষ্টা সুমন দাসের উদ্যোগে করোনা মোকাবিলায়  দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে দাঁইহাটে।প্রথম পর্যায়ে দাঁইহাট শহরে বাড়ি বাড়ি মাস্ক,সাবান,স্যানিটাইজেশন বিতরণ করা হয়।




  রবিবার থেকে  মানুষের পাশে দাঁড়ানোর একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেন যুব নেতা সুমন দাস।"মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য"এই নামে দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কার্যালয়ে একটি ক্যাম্প করেন।রবিবার ও সোমবার  দাঁইহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ১০০ জন করে মোট ২০০ জন পরিবারের হাতে চাল,ডাল,আলু,তেল,লবণ,সয়াবীন, চা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।যুব নেতা সুমন দাস জানান,এই কাজটি এখন চলতেই থাকবে।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন