লকডাউনে মানবিক পুলিশ, ওসির উদ্যোগে  দ্বীপ থেকে উদ্ধার করা হল ৩ রোগীকে



লকডাউনে মানবিক পুলিশ, ওসির উদ্যোগে  দ্বীপ থেকে উদ্ধার করা হল ৩ রোগীকে





সমরেশ মন্ডল, সাগরদ্বীপঃ লকডাউন পরিস্থিতির জেরে বন্ধ দোকানপাঠ। বন্ধ রয়েছে যান চলাচলও। আর যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হচ্ছেন মুমূর্ষু রোগীরা। এমতাবস্থায় আজ সোমবার সাগরের ঘোড়ামারার তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়া মাত্রই  তৎপর হয়ে ওঠে পুলিশ।পুলিশের উদ্যোগে তাঁদেরকে জলে ঘেরা দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করল পুলিশ।





স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা লিপিকা কয়াল(১০),জবেদা বিবি(৪০),শুভেন্দু কয়াল(২২) তিনজন অসুস্থ  হয়ে পড়েন। এদের মধ্যে শিশু লিপিকা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাঁদের তিন জনেরই দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। এরপর সেই খবর গিয়ে পৌঁছয় সাগর থানায়। তৎক্ষনাৎ ওসি বাপি রায়ের নির্দেশে পুলিশ বাহিনী গিয়ে তাঁদেরকে দ্বীপ থেকে উদ্ধার করে পুলিশ লঞ্চে সাগরে নিয়ে আসা হয়। এরপর তাঁদেরকে পুলিশের উদ্যোগে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।পরে হাসপাতালে দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। রক্তও দেওয়া হয় থ্যামাসেমিয়া আক্রান্ত ওই শিশুটিকে।  এই লকডাউন পরিস্থিতির মাঝেই মানবিকতার নজির গড়ল পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি রোগীর আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দারা।পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাগর থানার ওসি বাপি রায় বলেন "ওই তিনজন খুবই সমস্যায় পড়েছিলেন। আমরা খবর পাই। এরপর ফোর্স পাঠাই ঘোড়ামারা দ্বীপে। সেখান থেকে পুলিশ লঞ্চে করে নিয়ে এসে সাগর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপতত তাঁরা সুস্থ রয়েছেন।"







এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন