WhatsApp Channel Join Now
Google News Follow Now


দায়িত্ব শেষে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছেন ২ ক্লান্ত পুলিশ কর্মী, মুহূর্তেই ভাইরাল ছবি



দায়িত্ব শেষে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছেন ২ ক্লান্ত পুলিশ কর্মী, মুহূর্তেই ভাইরাল ছবি




ডিউটি শেষে রাস্তাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছেন দুই পুলিশকর্মী। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ ও জানিয়েছেন। হু হু করে এই ছবি এখন শেয়ার হচ্ছে সবার টাইমলাইনে।




দেশজুড়ে করোনার গ্রাস শুরু হতেই শুরু হয়েছে কডাউন এবং তখন থেকেই চাপ বেড়েছে পুলিশ কর্মীদের ওপর। কখনো পুলিশ লাঠি হাতে মানুষকে লকডাউন মানতে বাধ্য করেছেন তো কখনো গান্ধীগিরির আশ্রয় নিয়েছেন। সেই সব ভিডিও ও ভাইরাল হয়েছে।




তবে এই লকডাউনের মুহূর্তে পুলিশের ওপরেও আক্রমণ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তবে তার মধ্যেই মানুষের মন ছুঁয়ে গেছে এই ছবি। জানা গেছে এই ছবিটি অরুণাচল প্রদেশের দুই পুলিশের। তাদেরই এক কলিগ এই ছবি আপলোড করার পর থেকে এটি ভাইরাল হয়ে যায়।










এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : kolkatagossip


নবীনতর পূর্বতন