Telegram Group Join Now
WhatsApp Group Join Now


তাসের নেশা সর্বনাশা! লকডাউনে ২৪ জন কীভাবে করোনা আক্রান্ত হয়ে গেলে অন্ধ্রপ্রদেশে



তাসের নেশা সর্বনাশা! লকডাউনে ২৪ জন কীভাবে করোনা আক্রান্ত হয়ে গেলে অন্ধ্রপ্রদেশে




করোনার জেরে ২৪ মার্চ থেকে লকডাউনে গোটা দেশ। এরপর গত ১৪ এপ্রিল গোটা দেশে আরও ১৯ দিনের লকডাউন ঘোষিত হয়েছে। আর তার মধ্যে দেশের বিভিন্ন হাইওয়েতে আটকে রয়েছে পণ্য বোঝাই ট্রাক। অস্বস্তি আর এক ঘেয়েমিতে বিপর্যস্ত ট্রাক চালকরা। আর এর জেরেই এক ট্রাক চালক বসে ছিলেন তাস খেলতে।




তাস খেলার আসরে ট্রাক চালকের সঙ্গে যোগ দেন আরও বেশ কয়েকজন ব্যক্তি। আর তা থেকেই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আরও ২৪ জনের দেহে করোনার সংক্রমণ ছড়াতে থাকে। এর জেরে শহরে আরও ৪০ টি করোনার ঘটনা শেষ কয়েকদিন সামনে আসতে থাকে।




উল্লেখ্য, করোনার জেরে গোটা দেশে লকডাউনের চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু জায়গাতেই কঠোরভাবে পালিত হয়েছে করোনার লকডাউন। তবে অন্ধ্রপ্রদেশের এই একটি ঘটনা রীতিমতো আতঙ্কে রেখেছে মানুষকে। অন্ধ্রপ্রদেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now