WhatsApp Channel Join Now
Google News Follow Now


চৈত্রের শেষে গোটা রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রার পারদ








চৈত্রের শেষে গোটা রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রার পারদ | এখন বাংলা - Ekhon Bengla

বেলা বাড়তে না বাড়তেই প্রখর রোদ। তার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাপসা গরম। চৈত্রের শেষে একেবারে হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম। লকডাউনে বাড়ি বসে তীব্র গরমে যাই যাই অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এ রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে কমতে পারে তাপমাত্রার পারদও।




ঠিক কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আবহাওয়াবিদদের দাবি, উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সঙ্গে বঙ্গোপসাগরের পূবালি হাওয়ার মিলনে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমি ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার সঙ্গে জলীয় বাষ্প পূর্ণ হাওয়ার সংমিশ্রণে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। তার প্রভাবেই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।




শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় সিকিম, ওড়িশা, ছত্তিশগড় ও বিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তাপপ্রবাহ চলবে গুজরাট, রাজস্থানের কিছু অংশে। কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




ঝড়বৃষ্টির ফলে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সন্ধের পর কমতে পারে তাপমাত্রার পারদও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার আশ্বাসে খানিকটা স্বস্তিতে গোটা রাজ্যবাসী। ঝড়বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন