ভক্তদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি, মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও



ভক্তদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি, মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও | এখন বাংলা - Ekhon Bengla




সুদূর কানাডা থেকে নোরা ভারতে এসেছিলেন শুধুমাত্র বলিউডে কাজ করবেন বলে। বলিউডে আসার পরেও তাঁকে বেশ কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। কখনো পছন্দের মানুষ মন ভেঙেছেন তো কখনো কাজ করেও পাননি যথাযথ পারিশ্রমিক। তবে যে স্বপ্ন তিনি বুকে করে নিয়ে এসেছিলেন সেখান থেকে পিছু হটেননি কখনো। আর তাই এখন তিনি বলিউডের এক নম্বর আইটেম গার্ল বলা যেতে পারে।




একের পর এক হিট ছবির অনেক জনপ্রিয় গানে নতুন নতুন সাহসী স্টেপে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। ‘দিলবার দিলবার’ থেকে শুরু করে ‘সাকি সাকি’ প্রত্যেকটি গানই শুধু হিট না নোরার নাচ ও সমান ভাবে মন করেছে দর্শকদের।




তবে এখন লকডাউনের জেরে ঘরবন্দি নোরা তাঁর ফ্যানদের জন্য আপলোড করলেন নতুন ভিডিও। সেখানে তিনি নেচে সকলকে মোটিভেট করার চেষ্টা করেছেন। আসলে নোরা কতটা নাচতে ভালোবাসেন সে বিষয়টি কারোরই অজানা নয় তবে বলিউডে আইটেম সঙে নেচে কেরিয়ার শুরু করলেও নোরার ইচ্ছে বলিউডের ছবিতে ভালো কোনো চরিত্রে অভিনয় করার।











এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : Read More : Click Here


নবীনতর পূর্বতন