Telegram Group Join Now
WhatsApp Group Join Now


আগামী ৫ মাস রেশনে বিনামূল্যে চাল পাবে যেসব কার্ড হোল্ডাররা, জানালেন মুখ্যমন্ত্রী



আগামী ৫ মাস রেশনে বিনামূল্যে চাল পাবে যেসব কার্ড হোল্ডাররা, জানালেন মুখ্যমন্ত্রী | এখন বাংলা - Ekhon Bengla




বিশ্ব মহামারী সাথে লড়াই করছে ভারত। এই মুহূর্তে দেশজুড়ে চলছে লক ডাউন ফলে আর্থিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ছে, প্রচুর মানুষ কর্মহীন। দিন আনে দিন খাওয়া মানুষদের অবস্থা সবচেয়ে খারাপ ।ক্ষুধার জ্বালা নিয়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাদের।কিন্তু পরিস্থিতি বিবেচনা করে লক ডাউনের সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তাও রয়ে যাচ্ছে,নাহলে করোনার দাবানল ছেয়ে যাবে দেশ জুড়ে। আর এই কারনেই সাহায্যের হাত বাড়াচ্ছেন সরকার। যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে সবাই যাতে পর্যাপ্ত খাবার পায় তার চেষ্টা করছেন।




শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত আগে 2 টাকা কেজি করে যারা চাল চাল পেতেন তাদের সবাই মাসে জনপ্রতি পাঁচ কেজি করে চাল পাবে।মুখ্যমন্ত্রী জেলাশাসক ও পুলিশ সুপারদের এই চাল বিলি তদারকি করার নির্দেশ দিয়েছেন।রেশন দোকানে ভিড় এড়াতে 100 দিনের কর্মীদের কাজে লাগিয়ে পাঁচ কেজি চালের প্যাকেট দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।




এছাড়াও অনেক জায়গায় দেখা গেছে রেশনের চাল লুট করে অনেকে ত্রান দিচ্ছে।পুর কাউন্সিলার ও পঞ্চায়েত সদস্যরা অনেক জায়গায় চাল চেয়ে চাপ দিচ্ছেন বলে সরকারের কাছে অভিযোগ করেছিলেন রেশন ডিলার সংগঠন। মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্য বলেছেন এরকম খবর পেলে সে যে দলের হোক তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।যদি ত্রান দিতে হয় নিজের পকেটের টাকায় দিন। সরকারি রেশনের চাল বিলি নিয়ে সরকার যে তৎপর তা বোঝাতে মুখ্যমন্ত্রী নিজে এই দিন ভবানীপুর এলাকায় একটি রেশন দোকানে পরিদর্শনে যান।




প্রসঙ্গত রাজ্যে প্রায় সাড়ে 8 কোটি মানুষ বিনা পয়সায় ছমাস রেশনে চাল পাবেন। এর আগে সরকার দু’কেজি চাল ও তিন কেজি গম দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এপ্রিলে কোথাও কোথাও দুবারও দেওয়া হচ্ছে।




Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now