Telegram Group Join Now
WhatsApp Group Join Now


এক বছর কাটা হবে বেতন, বাড়ানো হবে না ডিএ, ঘোষণা কেন্দ্র সরকারের



এক বছর কাটা হবে বেতন, বাড়ানো হবে না ডিএ, ঘোষণা কেন্দ্র সরকারের | এখন বাংলা - Ekhon Bengla




কেন্দ্রীয় সরকার এর রাজস্ব দপ্তর তার কর্মীদের বেতন এর একটা অংশ কাটার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র সরকার। ইতিমধ্যেই করোনাভাইরাস রাজনীতি অর্থনীতি সহ সব অঙ্গনেই স্থবিরতা সৃষ্টি করেছে এর শেষ কোথায় স্বাভাবিক ছন্দ কবে ফিরবে তা শুধুমাত্র এখন প্রশ্ন ।লকডাউন চলার ফলে দেশের রাষ্ট্রকোষেও টান পড়ছে।কিন্তু তারমধ্যেও কেউ যাতে অনাহারে না থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে সরকারকে ।আর এই কারনেই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।




করোনা ভাইরাসের এই ধাক্কা কাটিয়ে উঠতে কাটা হবে সমস্ত কর্মীদের বেতনের একটা অংশ ,এই অংশ যাবে প্রধানমন্ত্রীর তহবিলে এবং খরচ হবে করোনাভাইরাস এবং তার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যেরকম অর্থনৈতিক মন্দা চলছে এই কাজ কিছুটা উন্নতি ঘটতে পারে ।কর্মীদের বেতনের কিছুটা অংশ দিয়ে রাজকোষ একটু একটু ভরবে যা আবার হাল ফেরাবে দেশের।




সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গেছে যে কেন্দ্রীয় সরকার রাজস্ব বিভাগে একটি সার্কুলার পাঠিয়েছে। যেখানে রাজস্ব দপ্তর এর অফিসার ও কর্মীদের কাছে একটি বার্তা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যাতে 2021 সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ আগামী এক বছরে প্রতি মাসে এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়।


এছাড়াও এই বছর বর্ধিত মহার্ঘভাতার না দেওয়ার সম্ভবনা থাকছে এ বিষয়ে চূড়ান্ত মত এখনো।জানা যায়নি।




Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now