বিরাট কোহলি নিজে দাড়ি কাটালেন কারণ জানলে অবাক হবেন
বিরাট কোহলি নিজে দাড়ি কাটালেন কারণ জানলে অবাক হবেন | এখন বাংলা - Ekhon Bengla |
ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে রাজত্ব করছেন বিরাট কোহলি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ৩২ বছরের এই ভারতীয় ব্যাটসম্যান। যত দিন যাচ্ছে, ততই আক্রমণাত্মক হয়ে উঠছে তাঁর খেলা। এ হেন বিরাট কোহলির দাড়ি কাটার পিছনেও যে বিশেষ কারণ থাকতে পারে, তা ভেবেছিলেন কি?
না ভাবলেও সম্প্রতি দেখা গিয়েছে যে তিনি নিজের দাড়ি নিজে কাটলেন। কোহলির দাড়ি কাটার পিছনে অন্যতম কারণ হলেন বোউ অনুষ্কা শর্মা। তার কথাতেই আবার কোহলি দাড়ি কাটলেন।
ভারতীয় অধিনায়ক যে মাঝে মধ্যেই স্টাইল নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে থাকেন, সে কথা কারোরই অজানা নয়। বেশ কিছু দিন থেকেই তাঁকে চাপদাড়ি রাখতে দেখা যাচ্ছিল।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়