‘করোনার হাত থেকে বাঁচাতে পারে একমাত্র রাম! দেরি না করে ‘রাম নাম’ জপ করুন’: রাহুল সিনহা



‘করোনার হাত থেকে বাঁচাতে পারে একমাত্র রাম! দেরি না করে ‘রাম নাম’ জপ করুন’, রাহুল সিনহা | এখন বাংলা - Ekhon Bengla




মাস কয়েক আগে চীনের উহান মার্কেট থেকে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল বর্তমানে সেই করোনা ভাইরাস এখন সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টি করেছে। এই মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে বর্তমানে সারা বিশ্বে লকডাউন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছে। ইতিমধ্যে ভারতে কোন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। করোনা ভাইরাস থেকে মুক্তির উপায় নিয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়েছে। কেউ বলেছেন যজ্ঞ করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে, আবার কারো কারো মতে ব্যায়ামে করলে নাকি মিলবে এই ভাইরাস থেকে মুক্তি।




এবার করোনা ভাইরাস থেকে মুক্তির উপায় হিসেবে রাজ্যবাসীর কাছে রাম নাম জপের আবেদন জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। গতকাল রামের আবির্ভাব দিবস প্রসঙ্গে পুরাণের অনেক কথাই বলেন রাহুল সিনহা। এই প্রসঙ্গে বলতে বলতে তিনি হঠাৎ বলেন চীনা ভাইরাসে আক্রান্ত রামের জন্মভূমি। এই ভাইরাসে শেষ হয়ে যাচ্ছে রামের বংশধররা। তাই এই ভাইরাসের কবল থেকে রাজ্যবাসীকে একমাত্র উদ্ধার করতে পারবে স্বয়ং রাম। তাই ভাইরাস থেকে বাঁচতে সকলের একসাথে করজোড়ে রাম নাম জপ করা উচিত।




তাঁর মতে ‘চিনা ভাইরাস করোনায় ভারতবাসী আজ অন্ধকারে। আর তা থেকে বাঁচাতে পারেন একমাত্র রামই!’ তাই দেরি না করে রাম নাম জপ করুন। তবেই একমাত্র করোনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।’ তাঁর কথায়, “হে দেব, আমি বন্দনা করি, আজ তোমার ভূমি চিনা ভাইরাসের দ্বারা আক্রান্ত। সেই ভাইরাসকে পরাস্ত করতে আমাদের শক্তি দাও।”






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন