Telegram Group Join Now
WhatsApp Group Join Now


হাতের নাগালে করোনার ভ্যাকসিন! সুখবর দিলেন পিটসবার্গের বিজ্ঞানীরা!



হাতের নাগালে করোনার ভ্যাকসিন! সুখবর দিলেন পিটসবার্গের বিজ্ঞানীরা | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে যেভাবে মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস তাতে নাজেহাল সারা বিশ্ববাসী। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমণে রুখতে এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন জারি করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের তাবড় তাবড় ডাক্তার এবং পিএইচডি স্কলারও যুক্ত বিজ্ঞানীরা। পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং UPMC-র সহযোগিতায় কাজ চলছে। এই গবেষণায় টাকা যোগানের দায়িত্বে রয়েছে NIH ইনস্টিটিউট। সম্প্রতি ল্যানসেট ইবায়োমিডিসিন-এর একটি জার্নালে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে , যাতে পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের বৈজ্ঞানিকরা দাবি করেছেন কোন ভ্যাকসিন তৈরি করা হয়ে গেছে।




বিশ্বে এই সঙ্কটময় পরিস্থিতিতে সবথেকে বড় আনন্দের খবর দিল পিটসবার্গের স্কুল অফ মেডিসিনের বৈজ্ঞানিকরা। ওই চিকিৎসক বিজ্ঞানীরা মনে করছেন, তাদের আবিষ্কৃত এই অ্যান্টিবডি বিশ্বজুড়ে মানুষের শরীরে যেভাবে ভ্যাকসিন দেওয়া হয় তার ধারা বদলে দেবে। এই ভ্যাকসিন খুব দ্রুত ক্যানডিডেট থেকে দীর্ঘমেয়াদী ভ্যাকসিন তৈরি হবে। ইঁদুরের শরীরে ওই ভ্যাকসিনের কার্যকারিতা দেখে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত মানুষের শরীরেও একইভাবে অ্যান্টিবডি তৈরি করবে এই ভ্যাকসিন।




পিটসবার্গ স্কুল অফ মেডিসিনের বৈজ্ঞানিকদের তৈরি এই করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলক এমআরএনএ ভ্যাকসিন ক্যানডিডেটের থেকেও বেশি কার্যকরী হবে বলে দাবি করেছেন সেখানকারই ভাইরোলজিস্ট লুই ফালো। তিনি বলেছেন, সার্স-কভ-২ ভাইরাল প্রোটিনগুলোকে শনাক্ত করে ল্যাবে এমন ভাইরাল প্রোটিন বানানো হয়েছে যা দেহকোষে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই ভ্যাকসিন শুধু কোভিড-১৯ নয়, আগামী দিনে এমনই কোনও সংক্রামক ভাইরাসঘটিত রোগকে রুখতেও কাজে আসবে। আগামী দু’সপ্তাহের মধ্যেই মানুষের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ হতে পারে।




হাতের নাগালে করোনার ভ্যাকসিন! সুখবর দিলেন পিটসবার্গের বিজ্ঞানীরা



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now