Telegram Group Join Now
WhatsApp Group Join Now


বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙছে পাকিস্তান, শহিদ ২ ভারতীয় জওয়ান





বারবার সংঘর্ষ বিরতি চুক্তি ভাঙছে পাকিস্তান, শহিদ ২ ভারতীয় জওয়ান




শ্রীনগর: শহিদ পাকিস্তানের ছোঁড়া গুলিতে আহত ২ ভারতীয় জওয়ান। শুক্রবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। আহত হন তিন জওয়ান। এর মধ্যে শনিবার সকালে ২ জওয়ানের মৃত্যু হয়েছে।




শুক্রবার জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলায় দুপুর ৩ টে ৩০ নাগাদ গুলি চালায় পাক বাহিনী। এসময় জখম হয়েছিলেন তিন জওয়ান।




ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, মে ১, ২০২০ বেলা ৩ টে ৩০ নাগাদ হঠাৎ করেই বিনা প্ররোচনায় গুলি ছুঁড়তে শুরু করে পাক বাহিনী। বারমুল্লা জেলায় রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলে এই গুলি চালানো হয়। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীও এই হামলার যথাযোগ্য জবাব দিয়েছে।




এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানি সেনার ভারি গোলাবর্ষণে উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা। এই শেলিংয়ে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়। ভারতীয় সেনা জানায়, বিনা প্ররোচনায় পাক সেনা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও।




বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ গুলি বর্ষণ ও ভারি মর্টার শেলিং শুরু হয়। গুলি বিনিময়ের মধ্যেই ১৮ বছরের গুলফ্রাজ আহমেদ মারা যায়। আহত হয় আরেক যুবক। পিটিআই জানায় মানকোটে সেক্টরে গুলি বর্ষণ শুরু হতেই মৃত্যু হয় ওই যুবকের।




মঙ্গলবার ও বুধবারও পাক সেনার গুলির লড়াইয়ে উত্তপ্ত ছিল ভূস্বর্গ। পুঞ্চ জেলার কাসবা, কিরনি, শাপুর, মানকোটে লক্ষ্য করে অনবরত গুলি চালাচ্ছে পাক সেনা বলে সূত্রের খবর। আতঙ্কে রয়েছে রাজৌরি, পুঞ্চ ও কুপওয়ারা জেলার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।




রিপোর্ট বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সর্বাধিক হামলা চালিয়েছে পাকিস্তান, গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১১৪৪টি হামলা হয়েছে। মার্চ মাসেই হয়েছে ৪১১টি হামলা। উল্লেখ্য ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬৮৫টি হামলা হয়েছে। সেখানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ২০১৮ সালে হয়েছে ৬২৭টি হামলা।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now