বিপদে দেশ! রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার

বিপদে দেশ! রাম মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার

নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে অযোধ্যাযর রাম মন্দির নির্মাণ নিয়ে বড়োসড়ো ঘোষণা করলো কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তে বলা হয়েছে যে, রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্য করলে এখন থেকে পাওয়া যাবে কর ছাড়। আয়কর আইনের ৮০-জি ধারার অধীনে শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে আনা হয়েছে। এরপরেই শুক্রবার কেন্দ্রর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্যকারী কর প্রদানের ক্ষেত্রে ছাড় পাবেন।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেজন্যই এই মন্দিরকে আয়কর আইনের ধারায় আনা হয়েছে। আয়কর আইনের ৮০-জি ধারা অনুযায়ী, কোনও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ তীর্থস্থান নির্মাণ বা মানুষের উপাসনা করার জায়গা তৈরির ক্ষেত্রে অনুদান করলে এই ছাড় পাওয়া যায়। শ্রী রাম জন্মভূমি তাই ওই আইন অনুযায়ী কর মুক্তির আবেদন করেছিল কেন্দ্রের কাছে। কেন্দ্রের পক্ষ থেকে সেই আবেদন গ্রহণ করা হয়েছে। মন্দির তৈরি ক্ষেত্রে আবেদন তুলতে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় তার জন্য এই সিদ্ধান্তে সামিল হয়েছে কেন্দ্র।

এ সিদ্ধান্তের পরে কর ছাড় পাওয়ায় আনন্দের সঙ্গে রাম মন্দির নির্মাণের জন্য দান করবে রাম ভক্তরা। অনেকে কাঠ খড় পুড়িয়ে গত বছর ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায় দীর্ঘ প্রতিলিপি পড়ে জানান, অযোধ্যার বিতর্কিত জমি যাবে রাম মন্দিরের অধীনে। এরপর অযোধ্যার ওই জমিতে ট্রাস্ট গঠনের মাধ্যমে মন্দির নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই মতন গত ফেব্রুয়ারি মাসে ১৫ জন সদস্যকে নিয়ে গঠন করেছে কেন্দ্রীয় সরকার। যত তাড়াতাড়ি মন্দির নির্মাণের কাজ শুরু করা যায় সেই ব্যবস্থাই করছে কেন্দ্র।

Country in danger!  The central government took important steps to build the Ram temple


 Lockdown is going on across the country in Corona situation.  In this situation, the Center made a big announcement about the construction of Ram temple in Ayodhya.  The Centre's decision said that tax relief would be available from now on if it helped finance the construction of the Ram temple.  The Sriram Janmabhoomi Tirtha Kshetra Trust has been brought under Section 80-G of the Income Tax Act.  After that, on Friday, the center announced that those who help finance the construction of the temple will get tax exemption.

 The birthplace of Shri Ram has a distinct historical significance.  That is why this temple has been brought under the purview of the Income Tax Act.  According to Section 80-G of the Income-tax Act, this exemption is available for grants for the construction of a historically important place of pilgrimage or a place of worship.  Shri Ram Janmabhoomi therefore applied to the Center for tax exemption under that Act.  That application has been accepted by the Center.  The Center has been involved in this decision so that there is no problem in applying for the construction of the temple.

 After this decision, Ram devotees will gladly donate for the construction of Ram temple as they get tax exemption.  The Supreme Court announced the verdict in the historic Ayodhya case on November 9 last year by burning wood and straw.  Chief Justice Ranjan Gogoi Roy read out a long transcript, saying the disputed land in Ayodhya would go under the Ram temple.  After that, the Supreme Court directed to start the construction work of the temple by forming a trust on that land in Ayodhya.  Similarly, the central government formed with 15 members last February.  The center is making arrangements to start the construction of the temple as soon as possible.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন