ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল বিমান, উঠছে ধোঁয়া: রইল সেই ছবি





ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল বিমান, উঠছে ধোঁয়া: রইল সেই ছবি
ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল বিমান, উঠছে ধোঁয়া: রইল সেই ছবি




করাচি: করোনা মহামারীতে ধুঁকছে বিশ্বের প্রায় সব দেশ। এর মধ্যে এবার ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান।




হতাহতের খবর জানা না গেলেও ওই বিমানে ছিলেন ৯০ জন যাত্রী ও ৮০ জন ক্রু।




স্থানীয় সংবাদমাধ্যম থেকে যে ছবি উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে একটি বাড়ির পিছন থেকে হু হু করে ধোঁয়া বেরচ্ছে। আর তা দেখেই মোটামুটিভাবে অনুমান  করা যাচ্ছে যে জনবসতিপূর্ণ এলাকাতেই দুর্ঘটনাটি ঘটেছে।




আরোও পড়ুন





পিআইএ-র মুখপাত্র আব্দুল সাত্তার জানিয়েছেন, Flight 8303 বিমানটি লাহোর থেকে করাচির দিকে উড়ে যাচ্ছিল। করাচিতে অবতরণ করার ঠিক আগেই ভেঙে পড়ে সেটি।




উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল, রয়েছে অ্যাম্বুলেন্স। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পাক আর্মির হেলিকপ্টারও পাঠানো হয়েছে।





ঘনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল বিমান, উঠছে ধোঁয়া: রইল সেই ছবি





এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন