লকডাউনে নেই বেতন, তেলেঙ্গানায় আত্মঘাতী ৯ জনের মধ্যে ৬ জনই বাংলার
গোরেকুন্টা গ্রামের কুয়োয় মিলল ৯ জনের মৃতদেহ। এদের মধ্যে ৬ জনই আবার পশ্চিমবঙ্গের। লকডাউনে দু’মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা এই ভাবেই আত্মহত্যা করেছে। জানা গিয়েছে এদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন যারা পশ্চিমবঙ্গের মানুষ। বাকিদের মধ্যে ২ দুজন বিহারের এবং একজন ত্রিপুরার বাসিন্দা। এই দেহগুলি বৃহস্পতিবার এবং শুক্রবার ওই কুয়ো থেকে উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা- এটা গণ আত্মহত্যা। একদিকে এরা ঘরে ফিরতে পারছিল না অন্য দিকে আবার লকডাউনের জেরে দু’মাস ধরে কোনও বেতন পায়নি। কারও দেহে কোনও আঘাতের চিহ্ন না পাওয়ায় পুলিশ মনে করছে এটা আত্মহত্যার ঘটনা। ঘরে ফিরতে না পাওয়া এবং চরম আর্থিক সংকটে দিন কাটাতে হওয়ায় এরা এমন পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
এদের মধ্যে পশ্চিমবঙ্গবাসী মাকসুদ আলাম বছর কুড়ি আগে ওই অঞ্চলের একটি মিলে কাজ করতে গিয়েছিল। ওই মিলের কাছেই দুটি ঘরে তিনি তার স্ত্রী-পুত্র নাতিদের নিয়ে সপরিবারে থাকতেন। লক ডাউনের ফলে বন্ধ হয়েছিল বেতন । তার সঙ্গে সঙ্গে আশ্রয়ও হারান তারা। তখন এক দোকানদারের গুদামে থাকতে শুরু করে।
ওই গুদামের কাছে অবস্থিত এই কুয়োটি যেখান থেকে এদের দেহ উদ্ধার করা হয়েছে। সেখানেই মাকসুদ, তার স্ত্রী নিশা, দুই ছেলে সোহেল ও শাবাদ, মেয়ে বুশরা এবং নাতি শাকিলের দেহ মেলে। এছাড়া ওই মিলে কাজ করতো ত্রিপুরার বাসিন্দা শাকিল এবং বিহার থেকে আসা রাম এবং শ্যাম ।
সকলেই ওই একই কুয়োর ভেতর মারা গিয়েছেন। এদিকে আবার বৃহস্পতিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, যাতে কাউকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে না হয় তার জন্য পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। হায়দরাবাদের কাছেই অবস্থিত এই গোরেকুন্টা গ্রামটি।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : sangbadpratidin
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।