পিপিই পরে গরম লাগছে , তাই বিকিনি পরে করােনার চিকিৎসা মহিলা ডাক্তারের
![]() |
পিপিই পরে গরম লাগছে , তাই বিকিনি পরে করােনার চিকিৎসা মহিলা ডাক্তারের |
এই না হলে ভদকার দেশ রাশিয়া । বৃহস্পতিবার ছবিটি মুক্তি পেয়েছে টুইটারে । ইতিমধ্যেই রাশিয়া টিভি এই নিয়ে খবরও করেছে । এখন রীতিমতাে ভাইরাল এই ডাক্তার । মধ্য রাশিয়ার টুলা শহরের একটা চিকিৎসা কেন্দ্রে কর্মরত আছেন এই ডাক্তার । কিন্তু পিপিই পরে তিনি থাকতে পারছিলেন না । তার প্রচন্ড গরম লাগছিল । আর তাই এই ব্যবস্থাগ্রহণ করেছেন তিনি । বিকিনি পরেই চিকিৎসা করছেন করােনা রােগীদের । তাতে অবশ্য রােগীরা কিছু মনে করছেন বলে তাে মনে হচ্ছে না এই ছবি দেখে ।
আরোও পড়ুন
Медсестре из Тулы, надевшей купальник под защитный костюм, сделали замечаниеhttps://t.co/4OMCvsiXPg
К медсестре инфекционного госпиталя в Тульской областной клинической больнице применено дисциплинарное взыскание после того, как она появилась перед пациентами в ку... #Тула #ТН pic.twitter.com/gNneemIGn9
— Тульские новости (@newstula) May 19, 2020
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Google
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)