Telegram Group Join Now
WhatsApp Group Join Now

সলমন খানের ফার্ম হাউসে জ্যাকলিনের বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সলমন খানের ফার্ম হাউসে জ্যাকলিনের বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মধ্যে দিল্লির পানভেলে সলমন খানের বিলাস বহুল ফার্ম হাউসে আটকে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ সলমনের বাড়ির অনেক সদস্য। সেখানে রয়েছে সলমনের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ এবং তার বন্ধুবান্ধবও। সলমনের বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুর ও সেখানেই আছেন। সব মিলিয়ে সলমনের ফার্মহাউস এখন জমজমাট।

তবে সেখানে কিভাবে দিন কাটছে জ্যাকলিনের? তার একটি ভিডিও সম্প্রতি আপলোড করেছেন অভিনেত্রী। সলমনের ফার্ম হাউসে ঘুম থেকে ওঠা থেকে কিভাবে কিভাবে লকডাউনের এতগুলি দিন তিনি যান করছেন তার উদাহরণ পাওয়া যাবে ভিডিও জুড়েই।

এমনিতেই সলমনের ফার্মহাউস থেকেই নানারকম ছবি এবং ভিডিও কিছু বিগত কিছু দিন ধরে আপলোড করে চলেছেন জ্যাকলিন। এবার তাঁর এই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।



লকডাউনের মধ্যে দিল্লির পানভেলে সলমন খানের বিলাস বহুল ফার্ম হাউসে আটকে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ সহ সলমনের বাড়ির অনেক সদস্য। সেখানে রয়েছে সলমনের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ এবং তার বন্ধুবান্ধবও। সলমনের বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুর ও সেখানেই আছেন। সব মিলিয়ে সলমনের ফার্মহাউস এখন জমজমাট।

তবে সেখানে কিভাবে দিন কাটছে জ্যাকলিনের? তার একটি ভিডিও সম্প্রতি আপলোড করেছেন অভিনেত্রী। সলমনের ফার্ম হাউসে ঘুম থেকে ওঠা থেকে কিভাবে কিভাবে লকডাউনের এতগুলি দিন তিনি যান করছেন তার উদাহরণ পাওয়া যাবে ভিডিও জুড়েই।

এমনিতেই সলমনের ফার্মহাউস থেকেই নানারকম ছবি এবং ভিডিও কিছু বিগত কিছু দিন ধরে আপলোড করে চলেছেন জ্যাকলিন। এবার তাঁর এই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now