Telegram Group Join Now
WhatsApp Group Join Now


থানার ওসির করোনা চিকিৎসায় গঠন হল মেডিক্যাল বোর্ড



থানার ওসির করোনা চিকিৎসায় গঠন হল মেডিক্যাল বোর্ড




কলকাতা: করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনে কর্মরত এক পদস্থ আমলা ও প্রগতি ময়দান থানার ওসি। তাঁরা দুজনেই ই এম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের চিকিৎসার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হল। দুজনের জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।




প্রগতি ময়দান থানার ওসি ও তাঁর স্ত্রী দুজনের করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাঁরা দুজনেই ডিসান হাসপাতালে চিকিৎসাধীন।




কলকাতা পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার থেকেই করোনা ভাইরাসের উপসর্গ দেখা যেতে থাকে ওই পুলিশ অফিসারের শরীরে। লালবাজার সূত্রে খবর, তিনি উর্ধতন কর্তৃপক্ষকে তাঁর জ্বর এবং সর্দির মতো উপসর্গের কথা জানালে বৃহস্পতিবারই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তাঁর স্ত্রীর নমুনাও। শনিবার রাতে সেই রিপোর্ট আসে। দেখা যায় তিনি এবং তাঁর স্ত্রীর রিপোর্ট পজিটিভ।




এদিকে, করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনায় কর্মরত এক ডব্লুবিসিএস অফিসারও। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now