শর্তসাপেক্ষে আজ থেকেই চালু রেল পরিষেবা! বাধ্যতামূলক হলো একগুচ্ছ নিয়ম

শর্তসাপেক্ষে আজ থেকেই চালু রেল পরিষেবা! বাধ্যতামূলক হলো একগুচ্ছ নিয়ম

3rd May পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষনা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু নতুন বৈঠকের পর সময়সীমা বাড়িয়ে তা করা হয়েছে 17 মে। তবে সময়সীমা বাড়লেও লঘু করা হয়েছে লকডাউন। তিনটি জোনে ভাগ করে দেওয়া হয়েছে জেলাগুলিকে। অনেক ছাড় দেওয়া হয়েছে। এবার এই ছাড়ের আওতায় পড়লো যাত্রীবাহী ট্রেন। মঙ্গলবার 12 মে অর্থাৎ আজ থেকেই ভারতের যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন চালানো হবে বলে রবিবার ঘোষণা করেছিলেন ভারতীয় রেল। এবার সেই ট্রেনের সময়সূচি ঘোষণা করল।

প্রকাশিত সূচি অনুসারে আজ থেকে সপ্তাহে সাতদিন হাওড়া ও দিল্লির মধ্যে বিশেষ ট্রেন চলাচল করবে যেগুলি রাজধানী সমমর্যাদার। বিশেষে ট্রেন গুলির ভাড়া, রুট এবং গতি রাজধানীর মতোই। রেলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে বিশেষ রাজধানীতে গুলিতে সফরের ক্ষেত্রে যাত্রীদের অন্তত 90 মেয়েটাকে স্টেশনে পৌঁছাতে হবে এবং নিজেদের সঙ্গে আনতে হবে খাবার কম্বল চাদর ইত্যাদি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে শুধুমাত্র উপসর্গবিহীন এবং কনফার্মড ই-টিকিট আছে যাদের তারা সফর করতে পারবেন। এছাড়াও মাক্স পড়ার স্যানিটাইজার ব্যবহার সামাজিক দূরত্ব বজায় ইত্যাদি মেনে চলতে হবে।
প্রসঙ্গত গতকাল থেকে ট্রেনের টিকিটের বুকিং শুরু হয়ে গিয়েছিল। বিকেল চারটে থেকেই আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছিল।


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন