Telegram Group Join Now
WhatsApp Group Join Now

লকডাউনের মধ্যেই খারাপ খবর বলিউডে, বিবাহ বিচ্ছেদ নওয়াজউদ্দিনের ! 

লকডাউনের মধ্যেই খারাপ খবর বলিউডে, বিবাহ বিচ্ছেদ নওয়াজউদ্দিনের !

নিজস্ব সংবাদদাতা : বহুদিন ধরেই টুকটাক অশান্তি চলছিল নওয়াজ ও তাঁর স্ত্রী আলিয়ার মধ্যে ৷ তবে এবার সেই অশান্তি চরমে পৌঁছাল ৷ লকডাউনের মাঝেই সংসার ভাঙতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ৷ এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মে মাসের ৭ তারিখ নওয়াজের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন স্ত্রী আলিয়া ৷ স্ত্রী আলিয়ার পক্ষ থেকে খোরপোসও চাওয়া হয়েছে অভিনেতার কাছ থেকে ৷
লকডাউনের জন্য ডাকযোগে আইনি নোটিস পাঠানো না যাওয়ায় হোয়াটসঅ্যাপেই অভিনেতাকে আইনি নোটিস পাঠান নওয়াজের স্ত্রী আলিয়ার আইনজীবী ৷

অন্যদিকে, অভিনেতা নওয়াজের আইনজীবীও হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে নজর রাখছেন এই মামলার ওপর৷ নওয়াজ এখন মুম্বই ছেড়ে রয়েছেন তাঁর গ্রামের বাড়ি মুজফফরনগরে ৷ মুম্বই থেকে মুজফফরনগরে গিয়েছেন ইদ পালন করতে ৷ প্রশাসনের নিয়ম মেনে পরিবারসহ নওয়াজ রয়েছেন ১৪ দিনের কোয়ারান্টাইনে ৷


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now