WhatsApp Channel Join Now
Google News Follow Now


মদ খেলে গলা থেকে ভাইরাস দূর হবে : কংগ্রেস বিধায়ক



মদ খেলে গলা থেকে ভাইরাস দূর হবে : কংগ্রেস বিধায়ক





জয়পুর: আজব নিদান। গলা থেকে করোনা ভাইরাস দূর করার জন্য মদ খাওয়ার পরামর্শ দিলেন এক কংগ্রেস বিধায়ক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে তাঁর পরামর্শ মদ খেলে নাকি গলা থেকে ভাইরাস চলে যাবে। তাই মদের দোকানগুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হোক।





কংগ্রেস বিধায়ক ভরত সিং কুন্দনপুর মুখ্যমন্ত্রী গেহলটকে লেখা এক চিঠিতে দাবি করেছেন এই লকডাউনের মাঝে মদের দোকানগুলিও বন্ধ রয়েছে। কিন্তু মদ খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় থাকে না। কারণ মদ গলা থেকে ওই ভাইরাসকে সরিয়ে দেয়।




এই দাবির প্রেক্ষিতে যুক্তিও দিয়েছেন তিনি। ভরত সিংয়ের দাবি অ্যালকোহল দিয়ে হাত ধুলে যদি ভাইরাস নির্মূল বা চলে যায়, তাহলে অ্যালকোহল খেলেও গলা থেকে ভাইরাস চলে যাবে। সেক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাবেন অনেক মানুষ।




সাঙ্গোদ বিধানসভা এলাকার ওই নির্বাচিত প্রতিনিধি এদিন আরও দাবি করেছেন মদের দোকানগুলি রাজ্যের রাজস্ব আদায়ের বড় উৎস। দোকান বন্ধ থাকায় রাজ্যের আয়ের পথও বন্ধ রয়েছে। তাই এগুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে আর্থিক ক্ষতির বোঝা বেশ কিছুটা কমবে বলে মত তাঁর।




উল্লেখ্য, রাজস্থান সরকার এর একদিন আগেই তামাকজাত দ্রব্য ও মদের ওপর বিশেষ কর বসিয়েছে। জানা গিয়েছে, ভারতে তৈরি মদ ও বিয়ারের ওপর ৩৫ থেক ৪৫ শতাংশ কর বসানো হবে।








এদিকে, শুক্রবার দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণ। সংখ্যার হিসেবে দেশজুড়ে আক্রান্তে বেড়ে দাঁড়াল ৩৫ হাজার ৪৩ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারেই এই তথ্য জানা গিয়েছে।




দেশে সুস্থ হয়ে উঠেছেন অথবা ভারত ছেড়ে চলে গিয়েছেন এমন মানুষের সংখ্যা ৮৮৮৯ জন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ২৫ হাজার ৭টি।




দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তর খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। ১০ হাজারের কোটায় ঢুকছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। একই সঙ্গে এই রাজ্যেই মৃতের হার সবচেয়ে বেশি। শুধুমাত্র মুম্বইয়ের ধারাভি বস্তিতেই ৩৬৯ জন, এখনও অবধি মারা গিয়েছেন ১৮ জন।




বুধবার লকডাউন নিয়ে একটি বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। লকডাউনের ফলে, পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তবে ৩ মে পর্যন্ত লকডাউন কঠোরভাবে মানার কথা বলেছেন তিনি। এদিকে এদিনই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। বুধবার এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন