করোনার গ্রাসে বিশ্ব LIVE: জারি মৃত্যু মিছিল, সংখ্যা ছাড়াল ২ লাখ ৩০ হাজার!
এখন বাংলা ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাস নিয়ে ফের চিনের দিকে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তাঁকে নির্বাচনে হারাতেই আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে চিন। করোনাভাইরাস চিনের ষড়যন্ত্র বলেই তিনি মনে করেন।
--- সারা দুনিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৩০৮,৯০১। মৃতের সংখ্যা বেড়ে ২,৩৪,১৩৩।
--- গত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২ হাজারেরও বেশি।
--- চিনে অ্যাসিম্পটোম্যাটিক করোনা রোগীর সংখ্যা বেড়ে ৯৮১। তার মধ্যে ৬৩১ জনই হুবেই প্রদেশের।
--- সংবাদসংস্থা এপি-র খবর অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেক্সিকোর প্রতিবাদী গায়ক অস্কার শাভেজের। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
--- UN প্রধান জানালেন করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়াকেই অনুসরণ করা উচিত গোটা বিশ্বের।
--- মেক্সিকোয় নতুন করে ১৪২৫ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ১২৭ জনের।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।