Telegram Group Join Now
WhatsApp Group Join Now

 

Pay Commission DA: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি, ফের সরব শিক্ষক সংগঠন

Pay Commission DA: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি, ফের সরব শিক্ষক সংগঠন

রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের দীর্ঘদিনের অসন্তোষ ফের প্রকাশ্যে এল। বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং নতুন বেতন কমিশন গঠনের দাবিতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠাল শিক্ষক সংগঠন ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’। সম্প্রতি ডিসেম্বরে ২০২৫ পাঠানো এই চিঠি প্রশাসনিক ও শিক্ষামহলে নতুন করে আলোচনা শুরু করেছে।

ইতিমধ্যেই ইউনিটি ফোরাম সহ একাধিক সংগঠন এই দাবিগুলি নিয়ে আন্দোলনে নেমেছে। তার মধ্যেই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের এই উদ্যোগ রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক ও সরকারি কর্মচারীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই।

কেন এই চিঠি?

রাজ্যের কর্মচারী ও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ, কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া এবং স্বচ্ছ বেতন কাঠামো নিয়ে ক্ষোভ জমে উঠেছে। দ্রব্যমূল্যের লাগামছাড়া বৃদ্ধির বাজারে বর্তমান বেতনে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে—এই বাস্তবতার কথাই চিঠিতে তুলে ধরা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী-র স্বাক্ষরিত চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আবেদন জানানো হয়েছে।

চিঠির মূল তথ্য এক নজরে

  • প্রেরক সংগঠন: শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ

  • প্রতিনিধি: কিঙ্কর অধিকারী (সাধারণ সম্পাদক)

  • প্রাপক: মাননীয়া মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার

  • চিঠির তারিখ: ১২ ডিসেম্বর, ২০২৫

সংগঠনের প্রধান দাবিগুলি কী?

চিঠিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে, যা রাজ্যের শিক্ষক ও সরকারি কর্মচারীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত।

১. বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো

সংগঠনের দাবি, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির মাঝে কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই দাবি তোলা হয়েছে।

২. অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকার যেখানে অষ্টম বেতন কমিশন গঠনের পথে এগোচ্ছে, সেখানে রাজ্যে এখনও পর্যন্ত সপ্তম বেতন কমিশন গঠন না হওয়ায় কর্মীদের মধ্যে প্রবল হতাশা তৈরি হয়েছে। অতীতে কেন্দ্রীয় বেতন কমিশনের পর রাজ্যেও নতুন কমিশন গঠনের রীতি ছিল—সেই প্রথা মেনেই দ্রুত রাজ্যের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।

কর্মীদের প্রত্যাশা কী?

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বক্তব্য, সরকার যদি এই দাবিগুলির বিষয়ে দ্রুত ও ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে তা রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক ও কর্মচারীর আর্থিক সংকট অনেকটাই লাঘব করবে। দীর্ঘদিন ধরে প্রাপ্য সুবিধা না পাওয়ার কারণে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তা দূর করতে সরকারের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

সংগঠনটি আরও মনে করিয়ে দিয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ ও সময়োপযোগী বেতন কমিশন না থাকায় রাজ্যের বহু দক্ষ ও মেধাবী কর্মচারী আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। ২০২৫ সালের শেষপ্রান্তে এসে এই চিঠি সরকারকে কতটা নড়াচড়া করায় এবং ২০২৬ সালের শুরুতে কর্মীদের জন্য কোনো স্বস্তির খবর আসে কি না—সেদিকেই এখন সকলের নজর।

আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই


আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!

Google News

Follow Now

Telegram Channel

Follow Now

WhatsApp Channel

Follow Now

Pay Commission DA: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি, | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " Pay Commission DA: বকেয়া ডিএ ও বেতন কমিশনের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি, "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now