আমফানের গতিপথে বাড়ছে চিন্তা! পশ্চিমবঙ্গের এই জেলা গুলোতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা



আমফানের গতিপথে বাড়ছে চিন্তা! পশ্চিমবঙ্গের এই জেলা গুলোতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা




আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার সন্ধ্যা থেকেই তেজ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আমফান। প্রবল বেগে ধেয়ে এসেছে কলকাতায়। আমফানের কবলে লন্ডভন্ড গোটা শহর। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার কারণে গোটা রাজ্যজুড়ে নেমেছে অন্ধকার। সূত্রের খবর, কলকাতার উপর দিয়ে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগে বয়ে চলেছে ঘূর্ণিঝড় আমফান। আয়লার থেকেও মারাত্মক প্রভাব ফেলতে চলেছে এই ঘূর্ণিঝড়। কলকাতা পুরসভা থেকে গোটা শহরের পরিস্থিতির উপর নজর রাখছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। খোলা হয়েছে কন্ট্রোল রুম।




আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও শক্তিশালী হয়ে বাংলাদেশের দিকে ধেয়ে যাবে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। আমফানের কবলে পড়বে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া বর্ধমান। আমফানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। কখন কোন পথে বয়ে চলেছে বিধ্বংসী এই ঘূর্ণিঝড়।




আরোও দেখুন:-






এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন