আমফানের জেরে চলছে জোয়ার এই জোয়ারের জলে ভাসতে পারে কলকাতা জেলা, জল জমবে নীচু এলাকায়

আমফানের জেরে চলছে জোয়ার এই জোয়ারের জলে ভাসতে পারে কলকাতা জেলা, জল জমবে নীচু এলাকায়

অমিয় ঘোষ, পশ্চিমবঙ্গ:- এটা ভাদ্র মাস বা আষাঢ় মাস নয়। পাঁজি আর ও বাংলা ক্যালেন্ডার দুই বলছে এটা জ্যৈষ্ঠ মাস। কিন্তু এই ভরা জ্যৈষ্ঠ মাসেও জোয়ারের জলে কার্যত ভাসতে পারে কলকাতা এটা ভাবতেও পারেননি কেউ। কিন্তু এমনটাই হল কারণ আমফানের আগমন। আমফান শুধু নিজে ধেয়ে আসছে এমন নয়, সঙ্গে নিয়ে আসছে সাগরের ফুলে ফেঁপে ওঠা জলের একটা বড়ো অংশকেও। তার জেরেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশ যেমন প্লাবিত হওয়ার আশঙ্কা করছে ঠিক তেমনি খাস কলকাতার বুকে বৃষ্টির জল দাঁড়িয়ে যাওয়ার পাশাপাশি জোয়ারের জলে নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও করছে কলকাতাবাসি ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে কলকাতায় জোয়ার রাতের বেলা শুরু হয়েছে রাত ৯টা নাগাদ। যদি তার আগেই আমফান কলকাতায় ঢুকে পড়ে তো সমস্যা খুব একটা বেশি হবে না বলে অনুমান করা হচ্ছিল। কিন্তু জোয়ার বেলায় আমফান ধেয়ে আসতেই কলকাতার একটা বড় অংশই জলবন্দি হয়ে পড়তে পারলেও পারে। এমনিতেই শহরের বেশ কিছু এলাকাই রয়েছে যেখানে একটু বেশি বৃষ্টি হলেই জল জমে যায়। এদিন তো সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে এখনও চলছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার পরিমান। এর মধ্যে যদি জোয়ারের সঙ্গে সঙ্গে আমফান যুগলবন্দি ঘটে তাহলে শহরের বেশ কিছু এলাকায় ২-৪ ফুট জল জমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন