একেই বলে জীবন সঙ্গিনী! অসহায় স্বামীকে সাহায্য করতে টোটো চালক স্ত্রী



একেই বলে জীবন সঙ্গিনী! অসহায় স্বামীকে সাহায্য করতে টোটো চালক স্ত্রী




নদিয়াঃ কথায় আছে জে রাধে সে চুলও বাধে।করোনা মহামারিতে রাজ্যের যখন সংকটময় পরিস্থিতি। ঠিক সেই সময় সংসারের হাল ধরতে টোটোগাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন রানাঘাট আনুলিয়া ঘোড়াগাছার গৃহবধু টুম্পা সরকার। লক ডাউনে স্বামী কর্মহীন হয়ে পড়ায় এবার তিনি টোটোনিয়ে বেড়িয়ে পড়ছেন। তবে হ্যা ওই মহিলা টোটোচালক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছেন দুরত্ব অর্থাৎ বসার সিটের উপর ভাড়া রেখে দিতে বলছেন যাত্রীদের। এবং সেই সাথে করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করেছেন।




তার কথায় করোনাকে জয় করার পাশাপাশি জীবন সংগ্রামে তিনি একজন গৃহবধু হয়ে সংসারকে সচল রেখেছেন। বাধা আর অর্থ সংকটের সাথে পেটে টান ধরেছে। এসমাজে মহিলারাও জে এগিয়ে তা এই গৃহবধূ টুম্পা সরকার বহু বাধা পেড়িয়ে এগিয়ে চলেছেন।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


নবীনতর পূর্বতন