BREAKING: মৃত্যু ছাড়াল ২০০০-এর গণ্ডি, দেশে করোনা আক্রান্ত বেড়ে ৬২ হাজার

BREAKING: মৃত্যু ছাড়াল ২০০০-এর গণ্ডি, দেশে করোনা আক্রান্ত বেড়ে ৬২ হাজার

নয়াদিল্লি: ২৪ ঘন্টায় দেশে লাফিয়ে বাড়ল মৃত্যু। ছাড়িয়ে গেল ২০০০-এর গণ্ডি। শনিবার দেশে মৃত্যু হল ১২৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৭ জন।

দেশে বর্তমানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২১০৯ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৯৩৯ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর মিলেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ হাজার ৩৫৮ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ১৯ হাজার ৩৫৮ টি।

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, এখনো পর্যন্ত চরম খারাপ অবস্থার মুখোমুখি হয়নি ভারত। তিনি বলেন, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশে যে চরম খারাপ অবস্থা দেখা গিয়েছে, তেমন পরিস্থিতি এখনো দেখেনি ভারত। তবুও আমাদের সেই খারাপ অবস্থার জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন ভারতের করোনা পরিস্থিতি ক্রমশ ঠিক হয়েছে।

অন্যদিকে হু জানিয়েছে, ভারত করোনায় আক্রান্ত হওয়ার কারণে জুলাই-শেষের দিকে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছাবে। জুলাইয়ের শেষে হবে সর্বোচ্চ সংক্রমণ। এরপরই ভারত আসতে আসতে করোনা মুক্ত হবে বা সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলা টিমের বিশেষ সদস্য ডাঃ ডেভিড ন্যাবারো।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যাও বেশি। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত। ৩ নম্বরে রয়েছে রাজধানী দিল্লি।

দেশে এই মুহূর্তে চলছে তৃতীয় দফার লকডাউন। আগের দুই দফার মতো কড়াকড়ি থাকছে না লকডাউনের তৃতীয় দফায়। গ্রিন জোনে কিছু বাদে সব ধরণের পরিষেবাই চালু রয়েছে। বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিতে পারবে বাসগুলি। এছাড়া গ্রিন জোনে ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে পারবে।

এছাড়া রেড জোনে রেড জোনে চালু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আইটি ও অনুসারি পরিষেবা, ডেটা ও কলসেন্টার, হিমঘর, ওয়্যারহাউজ। টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। জল, বিদ্যুৎ, সাফাই কর্মী পরিষেবা চালু থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু থাকবে ক্যুরিয়র ও ডাক পরিষেবা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা আগের মতোই চালু রাখার সিদ্ধান্ত।

BREAKING: Death toll rises to 2,000, corona infestation rises to 62,000


New Delhi: Death toll in the country jumped by 24 hours.  Exceeded the boundaries of 2000.  128 people died in the country on Saturday.  3 thousand 26 people have been newly infected.

 At present, a total of 2109 people have died in Corona in the country.  The total number of corona victims is 82,939.  Health ministry sources confirmed the news.  Out of the total number of infected people, 19,357 have recovered.  There are 19,356 active cases.

 On the other hand, the Union Health Minister claimed that India has not yet faced the worst situation.  He said India has not yet seen the worst situation in other developing countries in the world.  Yet we must be prepared for that bad situation.  He said the Corona situation in India has gradually improved.

 On the other hand, Hu said that the corona infection would reach its peak by the end of July due to India's corona infestation.  The highest infection will be at the end of July.  After that, Corona will be released or the infection will be under control in India, said Dr. David Nabarro, a special member of the World Health Organization's Corona Combat Team.

 According to the data available so far, Maharashtra has the highest number of corona infections in the country.  The death toll is also high there.  Then Gujarat is in this list.  The capital Delhi is at number 3.

 The third phase of lockdown is going on in the country at the moment.  The third round of lockdown is not as strict as the previous two rounds.  All types of services are available in the green zone except a few.  It has been decided to start the bus.  However, the buses will be able to take 50 percent passengers.  In addition, e-commerce companies in the Green Zone will be able to supply products other than essential products.

 In addition, print and electronic media, IT and follow-up services, data and call centers, cold storages, warehouses have been launched in the red zone.  Telephone and internet services.  It has been decided to continue water, electricity and cleaning services.  Courier and postal services will continue.  The decision to keep the essential product service as before.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন